Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার আদেশ স্থগিতের রায়কে ইরাকের স্বাগত

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম অভিবাসী ও শরণার্থীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে ২৭ জানুয়ারি নিষেধাজ্ঞা জারি করেন। তার জারি করা নিষেধাজ্ঞা স্থগিত করে রায় দিয়েছে মার্কিন ফেডারেল জজ। আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইরাক। গত রোববার ইরাক সরকারের মুখপাত্র সাদ আল হাদিতি রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা স্থগিত করায় ইরাক সন্তুষ্ট। সব সমস্যা সমাধানে এই রায় সঠিক ও যথাযথ পন্থা। গত শুক্রবার ওয়াশিংটন ফেডারেল আদালত ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন। যা শনিবার থেকেই কার্যকর করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প ইরাক, ইরান, লিবিয়া, সুদান, সোমালিয়া ও ইয়েমেন এই ৬টি দেশের মুসলিমদের ৯০ দিন ও সিরিয়ার মুসলিম অভিবাসী ও শরণার্থীদের অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। হাদিতি জানান, সব ধর্মের মানুষ আইএসের মাধ্যমে নির্যাতিত। কিন্তু এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরাকের অভিবাসীরা। প্রেসিডেন্ট ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞায় ২০ হাজার মুসলিম অভিবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরাক সরকারের মুখপাত্র জানান। এদিকে ট্রাম্পের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরাকের বাগদাদে বিক্ষোভ করা হয়েছে। বিক্ষোভে ট্রাম্পের এই নিষেধাজ্ঞার নিন্দা জানানো হয়। ইরাক কখনো যুক্তরাষ্ট্রের ক্ষতি চায় না বলে জানানো হয় বিক্ষোভে। রয়টার্স ও আরব নিউজ। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ