পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ৩০ মার্চ শুরু হবে। রাজধানীর সোনারগাঁও হোটেলে এ মেলা অনুষ্ঠিত হবে। গত শনিবার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এসব তথ্য জানান। বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স এ মেলার টাইটেল স্পন্সর। মেলায় ৬৮টি স্টল ও ৫টি প্যাভিলিয়নে দেশ-বিদেশের পর্যটন সংস্থা, বিমান সংস্থা, ট্রাভেল ও ট্যুর অপারেটর, হোটেল ও রিসোর্ট, আর্থিক প্রতিষ্ঠানসহ পর্যটনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা উপস্থাপন করবে। মেলার পাশাপাশি পর্যটন বিষয়ক সেমিনারের আয়োজন করা হবে। ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। মেলার প্রবেশ মূল্য ধরা হয়েছে জনপ্রতি ৩০ টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।