মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক: শতাধিক মার্কিন অভিবাসী প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে তার ফ্লোরিডার পাম বিচের মার-এ-লাগা রিসোর্টে বিক্ষোভ করেছেন। স্থানীয় সময় গত শনিবার জড় হয়ে এ বিক্ষোভ করেন অভিবাসীরা। মুসলিম অভিবাসীদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার কারণে এ বিক্ষোভ করেন তারা। এই প্রতিবাদ শুধু ফ্লোরিডায় সীমাবদ্ধ থাকেনি। যুক্তরাষ্ট্রের অনেক শহরেই বিক্ষোভ প্রদর্শন করেছেন প্রতিবাদকারীরা। তারা প্রথমে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ট্রাম্পের হোয়াইট হাউজে সকালে সমবেত হন। সেখান থেকে তারা বিক্ষোভ করতে করতে সুপ্রিম কোর্টের দিকে ধাবিত হন। সেখানে বাকি বিক্ষোভকারীদের সাথে মিলিত হয়ে স্পিকার পল রায়ানের হোম টাউন অফিসের দিকে যায় তারা। গত ২৭ জানুয়ারি ট্রাম্প ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসী ও শরণার্থীদের প্রবেশের উপর জারি করা নিষেধাজ্ঞা নির্বাহী আদেশের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি করা হয়। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিও বুশ ২০০২ সালে ফেডারেল জজ জেমস রবার্টকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছিলেন। সেই বিচারপতিই ট্রাম্পের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞাকে জঘন্য বলে আখ্যা দিয়ে তা স্থগিত করে দেন। আদালতের এই আদেশের বিরুদ্ধে মার্কিন জাস্টিজ ডিপার্টমেন্ট আপিল করবেন বলে জানিয়েছেন। এদিকে বিচারপতি জেমস রবার্ট ট্রাম্পের নির্বাহী আদেশ স্থগিত করায় তার সমালোচনা করেছেন ট্রাম্প। দ্য হিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।