Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিষেধাজ্ঞা আইনসম্মত ও যথাযথ : হোয়াইট হাউস

| প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ট্রাম্পের মুসলিমবিরোধী অভিবাসন আদেশকে আইনসম্মত ও যথাযথ বলে উল্লেখ করেছে হোয়াইট হাউস। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে। হোয়াইট হাউসের বরাত দিয়ে তারা জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে ওই আদেশ রক্ষায় পদক্ষেপ নেবেন তারা। যুক্তরাষ্ট্রমুখী অভিবাসন সীমিত করতে ২৭ জানুয়ারি ওই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। আদেশ অনুযায়ী, আগামী চার মাস যুক্তরাষ্ট্রে শরণার্থীদের প্রবেশাধিকার নিষিদ্ধ থাকবে। সিরীয়দের জন্য এই আদেশ পরবর্তী নির্দেশের আগ পর্যন্ত বহাল থাকবে। ৩ মাস বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি। ট্রাম্পের নির্বাহী সিদ্ধান্ত অনুযায়ী, দ্বৈত-নাগরিক এবং যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া (গ্রিন কার্ড হোল্ডার) ব্যক্তিদের ক্ষেত্রেও ওই আদেশ কার্যকর হবে। ট্রাম্পের ওই আদেশের পর তীব্র সমালোচনা, বিশ্বের বিভিন্ন দেশে আন্দোলন, বিমানবন্দরগুলোতে ব্যাপক ভুল বোঝাবুঝির এক পর্যায়ে মামলা হয় সিয়াটলের আদালতে। শুক্রবার ট্রাম্পের মুসলিমবিরোধী নিষেধাজ্ঞায় সিয়াটলের সেই আদালতে দেওয়া স্থগিতাদেশ যুক্তরাষ্ট্রজুড়ে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। হোয়াইট হাউসের এই প্রেস সেক্রেটারি আরও জানান, তারা ওই আদেশকে রক্ষা করবেন। হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার এক বিবৃতিতে বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে বিচার বিভাগ ওই স্থগিতাদেশ রদ করতে পদক্ষেপ নেবে। স্পাইসার বলেন, মার্কিন ভূখ- নিরাপদ রাখতেই প্রেসিডেন্ট ওই আদেশ দিয়েছেন। সেই সঙ্গে মার্কিন জনগণকে রক্ষার সাংবিধানিক কর্তৃত্ব ও দায়িত্ব প্রেসিডেন্টের রয়েছে। তবে স্পাইসারের ওই বিবৃতি ১০ মিনিট পর পুনরায় প্রকাশ করা হয়, সেখানে ক্ষুব্ধ শব্দটিকে বাদ দেয়া হয়। তবে এ বিষয়ে কোন ব্যাখ্যা দেয়া হয়নি। ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ নিয়ে মন্তব্য করেনি হোয়াইট হাউস মার্কিন সিনেটের ডেমোক্র্যাট নেতা চার্লস শুমার এক বিবৃতিতে বলেছেন, আদালতের এই আদেশ সংবিধান এবং আমরা, যারা মনে করি ওই অ-মার্কিনি নির্বাহী আদেশ আমাদের নিরাপদ করেনি, তাদের জন্য এক বিজয়। বিচারপতি গর্টন আদালতের আদেশে বলেছেন, ট্রাম্পের ওই নির্বাহী আদেশ ধারণাগত অবস্থার প্রেক্ষিতে দেয়া হয়। যেখানে যুক্তি শক্তিশালী নয়। সিএনএন, বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ