Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা স্থগিতের বিরুদ্ধে আপিল

আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলে জয়ের আশাবাদ ট্রাম্পের

| প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাতটি মুসলিম দেশের নাগরিকদের ওপর যে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, তা স্থগিত করে আদালতের নির্দেশনার বিরুদ্ধে আপিল করেছে দেশটির বিচার বিভাগ। আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাম্প। স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আদালতে করা বিচার বিভাগের ওই আপিলে আবেদনকারী হিসেবে ট্রাম্পের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জন কেলি এবং পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের নামও রয়েছে। ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা জয়ী হবো। দেশের নিরাপত্তার স্বার্থেই আমরা জয়ী হবো। এর আগে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, তথাকথিত বিচারক আইনের প্রয়োগ স্থগিত করেছেন। তিনি আরও জানান, এটা হাস্যকর এবং তা বাতিল করা হবে।
আদালতের ওই নির্দেশনার পর এই সাতটি দেশের অনেকেই যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেয়েছেন। সাতটি মুসলিম দেশের মানুষদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা, মার্কিন এক আদালত, সাময়িকভাবে স্থগিত করার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, এ ধরনে আইনি রুলিং এর কারণে যুক্তরাষ্ট্র খারাপ ও বিপজ্জনক মানুষে ভরে যেতে পারে। এরপরেই দেশটির বিচার বিভাগ আনুষ্ঠানিকভাবে জানায় যে, মিস্টার ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হয়েছে। এর আগে মিস্টার ট্রাম্প টুইটারে জানিয়েছিলেন, তথাকথিত বিচারক আইনের প্রয়োগ স্থগিত করেছে। তিনি তখন এটাও জানিয়ে দেন যে, এই সিদ্ধান্ত বাতিল করা হবে। যদিও গত শুক্রবার আদালতের ওই আদেশের পর থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, যেসব ভিসা বাতিল করা হয়েছে সেগুলো পুনরায় বিবেচনা করা হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ জারির পর প্রায় ষাট হাজার ভিসা বাতিল করার কথা জানিয়েছিল পররাষ্ট্র দপ্তর। এছাড়া আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি এয়ার লাইনস তাদের ফ্লাইটে যাত্রী ওঠানো শুরু করে দেয়। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প এক নির্বাহী আদেশে সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনÑ  এই দেশগুলোর লোকদের যুক্তরাষ্ট্রে ঢোকা নিষিদ্ধ করেন। এরপর সিয়াটলের একজন বিচারক ওই আদেশটি সাময়িকভাবে আটকে দেন।
অপর এক খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মুসলিম নিষেধাজ্ঞায় আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে করা আপিলে জয়ের বিষয়ে তিনি আশাবাদী। যুক্তরাষ্ট্রমুখী অভিবাসন সীমিত করতে ২৭ জানুয়ারি এক নির্বাহী আদেশ স্বাক্ষর করেন ট্রাম্প। আদেশ অনুযায়ী, আগামী চার মাস যুক্তরাষ্ট্রে শরণার্থীদের প্রবেশাধিকার নিষিদ্ধ থাকবে। সিরীয়দের জন্য এই আদেশ পরবর্তী নির্দেশের আগ পর্যন্ত বহাল থাকবে। ৩ মাস বন্ধ থাকবে সাত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি। ট্রাম্পের নির্বাহী সিদ্ধান্ত অনুযায়ী, দ্বৈত-নাগরিক এবং যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া (গ্রিন কার্ড হোল্ডার) ব্যক্তিদের ক্ষেত্রেও ওই আদেশ কার্যকর হবে। ট্রাম্পের ওই আদেশের পর তীব্র সমালোচনা, বিশ্বের বিভিন্ন দেশে আন্দোলন, বিমানবন্দরগুলোতে ব্যাপক ভুল বোঝাবুঝির এক পর্যায়ে মামলা হয় সিয়াটলের আদালতে। শুক্রবার ট্রাম্পের মুসলিমবিরোধী নিষেধাজ্ঞায় সিয়াটলের সেই আদালতে দেয়া স্থগিতাদেশ যুক্তরাষ্ট্রজুড়ে কার্যকর করার নির্দেশ দেয়া হয়। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ