Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিল্লিতে ধর্ষণের পর বিক্রি হলো কিশোরী

| প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: কিশোরীর যাওয়ার কথা ছিল ছত্তিশগড়। কিন্তু ভুল ট্রেনে উঠে পৌঁছে যায় দিল্লি। পড়ে যায় পাচারকারীদের নজরে। তারপরের তিন মাসে জীবনটাই বদলে গিয়েছিল ১৫ বছরের ওই কিশোরীর। নানা হাত ঘুরে একের পর এক ধর্ষণের শিকার হতে হয়। দিন কয়েক আগে ফাঁক বুঝে পালিয়ে আসতে পারে সেই কিশোরী। ঘুরে বেড়াচ্ছিল দিল্লির স¤্রাট হুমায়ুনের স্মৃতিসৌধের কাছে। খবর পেয়ে তাকে উদ্ধার করেছে মহিলা কমিশন। তার মুখ থেকেই টানা তিন মাসের ঘটনার বিবরণ শুনে চমকে যান কমিশনের সদস্যরা। এই ঘটনা জানা গেছে গত শনিবার। ঘটনার সূত্রপাত গত বছরের অক্টোবরে। ছত্তিশগড়ে এক আত্মীয়ের বাড়ি যাবে বলে ট্রেনে উঠেছিল ১৫ বছরের ওই কিশোরী। ভুল করে দিল্লিগামী ট্রেনে উঠে পড়ে। দিল্লিতে যখন গিয়ে পৌঁছায় তখন বেশ রাত। অচেনা মুখের মাঝে ভীষণ অসহায় লাগছিল তাকে, ভয় লাগছিল তার। কী করবে বুঝে উঠতে পারছিল না। শেষে প্লাটফর্মের এক পানি বিক্রেতা তার দিকে এগিয়ে যায়। সব শুনে তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। সে বলেছিল পরের দিন সকালে ঠিক ট্রেনে তুলে দেবে কিন্তু হয় ঠিক তার উল্টো। বাড়িতে নিয়ে গিয়েই তার উপর নির্যাতন শুরু করে দেয় পানি বিক্রেতা আরমান। সারা রাত তাকে ধর্ষণ করে। আর সকাল হতে ৭০ হাজার টাকায় পাপ্পু যাদব নামে একজনের কাছে বেচে দেয়। এই পুরো ঘটনায় আরমানকে সঙ্গ দিয়েছিল তার স্ত্রী হাসিনা। ওই কিশোরী জানিয়েছে, এর পর পাপ্পু তাকে বিয়ে করবে বলে ফরিদাবাদে নিয়ে যায়। পরের তিনটে মাস সেখানেই কাটে তার। রোজ তার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন করত পাপ্পু। কয়েক দিন আগেই পাপ্পুর অনুপস্থিতিতে সুযোগ পেয়ে ঘর ছেড়ে পালিয়ে যায় মেয়েটি। ফরিদাবাদের হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছে যায় কিন্তু ভাগ্য প্রসন্ন হয়নি তার। স্টেশনেই দেখা হয়ে যায় আরমানের স্ত্রী হাসিনার সঙ্গে। পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ