Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পূর্ব এশিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের নতুন হুঁশিয়ারি

| প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পূর্ব এশিয়া নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আবারো হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। এক চীন নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অগ্রহণযোগ্য মন্তব্য করা থেকে শুরু হওয়া উত্তেজনার পর এবার পূর্ব এশিয়াকে অস্থিতিশীল করার বিরুদ্ধে দেশটিকে সতর্ক করল চীন। জাপানের সঙ্গে চীনের সংঘাতের ক্ষেত্রে টোকিওকেই সমর্থন দেয়া হবেÑ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের এই ঘোষণার পরিপ্রেক্ষিতে গত শনিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এমন হুঁশিয়ারি জানায়। জাপান সফর চলাকালে এক সংবাদ সম্মেলনে ম্যাটিস ঘোষণা করেন, জাপানের সেনকাকু দ্বীপপুঞ্জ সংকট টোকিও-ওয়াশিংটন নিরাপত্তা চুক্তির আওতায় পড়ে। তার ওই বক্তব্যের পরই যুক্তরাষ্ট্রের প্রতি নতুন এই হুঁশিয়ারি দিল চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং বলেন, দিয়াইউসহ আশপাশের অনেক ক্ষুদ্র দ্বীপ প্রাচীন আমল থেকেই ঐতিহ্যগতভাবে চীনা ভূখ-ের অংশ; এবং এটি একটি অপরিবর্তনীয় ঐতিহাসিক বিষয়। তিনি বলেন, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানাচ্ছি। এর পাশাপাশি কোনো ধরনের ভুল মন্তব্য করা থেকেও বিরত থাকার আহ্বান জানাচ্ছি।  চীনা কর্তৃপক্ষ বিরোধপূর্ণ ওই দ্বীপপুঞ্জকে দিয়াইউ নামে অভিহিত করে থাকে। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর থেকেই চীনের সঙ্গে উত্তেজনা বিরাজ করছে। প্রেসটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ