গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রধান কার্যালয় গুলশান ৮১ এভিনিউ থেকে স্থানান্তর করে গুলশানের সেন্টার পয়েন্টে নেয়া হচ্ছে। আজ রোববার নতুন এ কার্যালয়ের উদ্বোধন করবেন ডিএনসিসি মেয়র আনিসুল হক। গতকাল শনিবার ইনকিলাবকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর-ই-মাওলা। তিনি জানান, গুলশান-২ এর সেন্টার পয়েন্টের ৯০নং রোডের ২৩-২৬ নং প্লটের ১৬ তলা বিশিষ্ট ভবনের ৮, ৯ ও ১০ নম্বর লেভেল উত্তর সিটি কর্পোশেনের নতুন নগর ভবন হিসেবে ব্যবহার হবে। তবে গুলশান ৮১ এভিনিউতে কিছু কিছু বিভাগ থাকবে। এখান থেকেও ডিএনসিসির কিছু কার্যক্রম চালানো হবে বলেও জানান তিনি। জানা গেছে, অবিভক্ত সিটি কর্পোরেশনের (ঢাকা সিটি কর্পোরেশন) প্রাণকেন্দ্র ফুলবাড়িয়া নগর ভবন। এতে প্রায় ১০ একর জায়গার ওপর নির্মিত ১৪ তলা বিশিষ্ট একটি দৃষ্টিনন্দন ভবন রয়েছে। তৎকালীন এরশাদ সরকার আশির দশকের দিকে সেখানে দৃষ্টিনন্দন নগর ভবনটি তৈরি করেন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন হিসেবে আলাদা দুটি সিটি কর্পোরেনের যাত্রা শুরু হয় ২০১১ সালের ২৯ নভেম্বর জাতীয় সংসদে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন সংশোধন বিল-২০১১ পাসের মধ্য দিয়ে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বহুতল বিশিষ্ট নগর ভবন থাকলেও উত্তরের ছিলো না নিজস্ব কোনো ভবন। দীর্ঘ ৫ বছর পর নিজম্ব ভবনে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
ঢাকা সিটি কর্পোরেশন বিভক্তের পর ২০১৫ সালের ২৮ এপ্রিল প্রথম নির্বাচনে মেয়র হিসেবে জয় লাভ করেন আনিসুল হক। দায়িত্ব গ্রহণের পর থেকেই ডিএনসিসি’র নিজম্ব ভবনে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। দীর্ঘ প্রায় দুই বছর ৮১ গুলশান এভিনিউ এ সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বাস ভবনে ডিএনসিসি’র কাজ চালিয়ে আসছেন মেয়র আনিসুল হক ও তার আগে দায়িত্ব পালনকারী প্রশাসকরা।
অবশেষে রাজধানীর গুলশান সেন্টার পয়েন্টে বহুতল ভবনে স্থানান্তর হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ ভবনে লেবেল-৮ এ অফিস করবেন মেয়র আনিসুল হক। একই ভবনে থাকবেন ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপকসহ উর্ধ্বতন কর্মকর্তারা। ১৬ তলা বিশিষ্ট এ ভবনের লেবেল ৮, ৯ ও ১০ ব্যবহার করবে ডিএনসিসি। পরবর্তীতে লেভেল ৬ ও ১১ ব্যবহার হবে ডিএনসিসি’র কাজের জন্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।