Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীন-মার্কিন যুদ্ধ হলে জড়াবে আরো ৬ দেশ

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সহযোগী মনে করেন, আগামী ৫-১০ বছরের মধ্যেই একাধিক ইস্যুতে সংঘাত বাঁধতে পারে আমেরিকা ও চীনের।  বিতর্কিত দক্ষিণ চীনসাগরে চীনের আধিপত্য রুখতেই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে দুই দেশ, এমনটাই দাবি ব্রিটিশ মিডিয়ার। হোয়াইট হাউসের এক শীর্ষ কর্তা ও ট্রাম্পের সহযোগী স্টিভ ব্যানন সম্প্রতি একটি রেডিও শোয়ে এই আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁর মতে, শুধু দক্ষিণ চীনসাগরে আধিপত্যই আগামী দিনে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় স্বার্থের সংঘাত ঘটাবে। ব্যানন বলেছেন, কোনো সন্দেহ নেই যে চিন ওই বিতর্কিত দ্বীপে সামরিক সরঞ্জাম, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, পারমাণবিক আঘাত হানতে সক্ষম অস্ত্রশস্ত্র বসাচ্ছে। আমেরিকার ঘাড়ের কাছে কোনো কমিউনিস্ট দেশ নিঃশ্বাস ফেললে যুক্তরাষ্ট্রও যে ছেড়ে কথা বলবে না, সেটাও ঠারে ঠারে বুঝিয়ে দিয়েছেন ট্রাম্পের এই ঘনিষ্ঠ সহযোগী। তবে তাঁর আশঙ্কা, যুদ্ধ বাঁধলে শুধু যুক্তরাষ্ট্র ও চীনই যে জড়িয়ে পড়বে এমনটা নয়। জাপান, রাশিয়া-সহ অন্তত ৬টি দেশও এই যুদ্ধের অংশ হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্টিভ ব্যানন। সিএনএন।



 

Show all comments
  • Khalid hossain ৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১১:২৪ এএম says : 0
    U like this
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ