মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতে গত বছরের ৮ নভেম্বর কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের পর থেকে বাজারে নতুন নোটের জোগান দেয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তা প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সচিব শক্তিকান্ত দাস। তিনি সংবাদমাধ্যমকে জানান, ব্যাঙ্ক থেকে সপ্তাহে সর্বাধিক চব্বিশ হাজার টাকা (মাসে ছিয়ানব্বই হাজার টাকা) তোলার সীমা ছাড়া আর কোনো নিষেধাজ্ঞা বর্তমানে নেই। তার আশ্বাস দেন, শিগগিরই এই নিয়ন্ত্রণও প্রত্যাহার করা হবে। শক্তিকান্ত দাস জানান, খুব কমসংখ্যক মানুষ মাসে এক লক্ষ টাকা ব্যাঙ্ক থেকে তোলেন। ফলে, কার্যত এখন সাধারণ মানুষের জন্য কোনো নিষেধাজ্ঞা নেই। তার দাবি, রি-মোনেটাইজেশনের প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে। শক্তিকান্ত দাস আরো বলেন, নোট বাতিলের নব্বই দিনের মধ্যে নোটের জোগান প্রায় স্বাভাবিক হয়ে গেছে। পিটিআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।