Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলিমদের বহনে মার্কিন এয়ারলাইনগুলোর প্রতি নির্দেশনা

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিরোধী নিষেধাজ্ঞার কারণে ৭টি দেশের নাগরিকদের ভিসা দেয়া ও যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ হয়ে গিয়েছিল। এমনকি এসব দেশের বৈধ ভিসাপ্রাপ্তদেরও বিমানবন্দরে আটকে দেয়া হয়। এবার ফেডারেল আদালত দেশজুড়ে এ নিষেধাজ্ঞায় সাময়িক স্থগিতাদেশ জারি করায়, মার্কিন এয়ারলাইনগুলো নিষেধাজ্ঞার আওতায় থাকা ভিসাপ্রাপ্ত মুসলিমদের বহন করতে পারবে। স্থানীয় সময় গত শুক্রবার সিয়াটল ডিস্ট্রিক্ট বিচারক জেমস রবার্ট এ নির্বাহী আদেশের বিরুদ্ধে দেশজুড়ে সাময়িক স্থগিতাদেশ জারি করেন। এ নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক ও মুসলিমদের জন্য অযথা হয়রানির কারণ বলেও উল্লেখ করা হয়। এর পরপরই দেশটির কাস্টমার অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিপিবি) কর্তৃপক্ষ এক বিবৃতিতে মার্কিন এয়ারলাইনগুলোকে নিষেধাজ্ঞার আওতায় থাকা বৈধ ভিসাপ্রাপ্ত মুসলিমদের বহনে নির্দেশনা জারি করে। দ্য গার্ডিয়ান, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ