Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ভুল মন্তব্য থেকে বিরত থাকুন : চীন

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পূর্ব চীনসাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জ নিয়ে ভুল মন্তব্য করা থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস গত শুক্রবার দাবি করেছেন, পূর্ব চীনসাগরের বিতর্কিত দিয়াইয়্যু দ্বীপপুঞ্জ জাপান-মার্কিন দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির আওতায় পড়েছে। এর বিপরীতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং গতকাল শনিবার এমন মন্তব্য করেছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী টোকিওতে জাপানি প্রধানমন্ত্রী শিনযো অ্যাবের সঙ্গে এক বৈঠকে বলেন, তাদের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি ওই দ্বীপপুঞ্জসহ জাপান প্রশাসনের আওতায় থাকা সব এলাকার ওপর প্রযোজ্য হবে। বেইজিং বলেছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এসব দ্বীপ নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে পূর্ব এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। বিতর্কিত ওই দ্বীপপুঞ্জের ওপর চীনের সার্বভৌম অধিকারের বিষয়টি পুনর্ব্যক্ত করেন তিনি। চীন বিতর্কিত ওই দ্বীপপুঞ্জকে দিয়াইয়্যু বলে উল্লেখ করলেও জাপানিরা এগুলোকে সেনকাকু বলে অভিহিত করে। পার্স টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ