Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদালতে গিয়ে বিফল হলেন মেলানিয়া

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মেলানিয়ার অতীত খুঁড়ে আনায় মানহানি হয়েছে অভিযোগ তুলে ডেইলি মেইলের কাছে ক্ষতিপূরণ চেয়ে আদালতে গিয়ে বিফল হয়েছেন। যুক্তরাজ্যের সংবাদপত্রটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন ফার্স্টলেডি দেড়শ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের মামলার আরজি নিয়ে গিয়েছিলেন মেরিল্যান্ডের একটি আদালতে। কিন্তু ডেইলি মেইল বিদেশি সংবাদপত্র বলে মেরিল্যান্ডের বিচারক অভিযোগটি আমলে নেয়ার কোনো কারণ দেখেননি বলে ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্টে গতকাল শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে। স্লোভেনিয়ান বংশোদ্ভূত ৪৬ বছর বয়সী মেলানিয়ার স্বামী ধনকুবের ডোনাল্ড ট্রাম্প গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করেছেন। ট্রাম্পের নির্বাচনী প্রচারের সময়ই মেলানিয়ার মডেল জীবনের নগ্ন ছবিসহ নানা কর্মকা- গণমাধ্যমে উঠে এসেছিল। স্ত্রীর এই অতীত ট্রাম্পকে পিছু টানছে বলে প্রতিবেদন ছাপিয়েছিল ডেইলি মেইল এবং তাতে স্লোভেনিয়ার একটি ট্যাবলয়েডের সংবাদ-ছবি উদ্ধৃত করা হয়েছিল। দ্য ইন্ডিপেন্ডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ