Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবাসী কর্মীদের ঈমানি জযবা নিয়ে চলতে হবে মালয়েশিয়ার পেনাংয়ে ওয়াজ মাহফিলে নেতৃবৃন্দ

| প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রবাসী বাংলাদেশী কর্মীদের ঈমানী জযবা নিয়ে স্ব-স্ব কর্মস্থলে চলতে হবে। দেশের সুনাম যাতে অক্ষুণœ থাকে সে জন্য প্রবাসী কর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। মালয়েশিয়া সরকারের আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই প্রবাসী কর্মীদের কাজ করতে হবে। গত ২৯ জানুয়ারী মালয়েশিয়ার পেনাংয়ের বুকিতমিইয়াক সুরাও আল-হিদাইয়া (বাংলা মসজিদ) প্রাঙ্গণে পেনাং-বাংলাদেশ পিপলস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দ একথা বলেন। সংগঠনের সভাপতি আলহাজ শামসুল হকের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে ওয়াজ করেন ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা এইচএম মাহবুবুর রহমান কাসেমী, তুরাগ জামেয়া সুবহানিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মুহাম্মদ ফয়জুল্লাহ কাসেমী, কুয়ালালামপুরস্থ আদনি ইন্টারন্যাশনাল স্কুলের ইসলাম শিক্ষা বিভাগের প্রধান মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম আজহারী। এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবুল কালাম আজাদ, প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: মোমিন, আব্দুল নকীব, রেজা ও ফারুক হোসেন স্মরণ। কুয়ালালামপুর থেকে প্রবাসী সাংবাদিক মোস্তফা ইমরান রাজু এ তথ্য জানিয়েছেন। চায়নীজদের নতুন বছর উপলক্ষে ছুটিতে থাকা শত শত প্রবাসী বাংলাদেশী কর্মী ওয়াজ শোনতে বিকেল থেকেই জড়ো হতে থাকে মসজিদ প্রাঙ্গণে।
নেতৃবৃন্দ বলেন, ঋণ ও ভিটেমাটি বিক্রি করে মালয়েশিয়ায় এসে অনেকেই বিপথগামী হচ্ছে। প্রবাসী কর্মীদের প্রচÐ কষ্টের বিনিময়ে উপার্জিত অর্থ বিপথে ব্যয় না করে রাসূল (সা.)-এর আদর্শকে অনুসরণ করে দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরতে হবে। মাহফিলে মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রবাসী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ