Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুুরাঞ্জলীর নতুন চার অ্যালবাম

প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

আশিক বন্ধু : সুুরাঞ্জলী অডিও প্রতিষ্ঠানের ব্যানারে নতুন চার অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে তরুণ সঙ্গীতশিল্পী ইলিয়াস হোসেন ফিচারিং উড়বো চলো অন্যতম। অ্যালবামে ইলিয়াসের সাথে গেয়েছেন অরিন ও নদী। এতে মোট গান আছে ৮টি। শিরোনাম- বলব বলব, উড়ব চলো, শুধু তোকে, সারাবেলা, তোর একটু অভিমান, মুগ্ধতায়, মনের রাজ্যে, রুপ সাগরে। প্রকাশিত হয়েছে শাহরিয়ার রাফাতের অ্যালবাম। এতে সুফী ও আধুনিক ঘরানার গান রয়েছে। শেখ মিলনের ‘আমার মাঝে তুমি’ অ্যালবামে তার সাথে গেয়েছেন নাজু আখন্দ, ঝর্না রহমান, বাঁধন, সোমা হক। এতে গান রয়েছে ৮টি। গানগুলোর শিরোনাম- আমার মাঝে তুমি, অবসর, রাতের আকাশে চাঁদ, ফাগুন, প্রজাপতি, নীল সাগর, হৃদয় কোণে, আকাশের সব নীল। প্রকাশিত হয়েছে শেখ মিলনের সুর ও সঙ্গীতে ‘আকাশের সব নীল’। এছাড়া প্রিন্স খানের একক অ্যালবাম ‘এক নীল প্রজাপতি’ প্রকাশিত হয়েছে। এতে ৯টি গান রয়েছে। এখানে প্রিন্স খানের সাথে একটি ৩টি গানে কণ্ঠ দিয়েছেন স্বরলিপি, অরিন, ইতি। গানের গানগুলোর শিরোনামের হলো এক নীল প্রজাপতি, পরানের বন্ধুরে, একটাই জনম, ফুলে ফুলে সাজিয়ে দেব, তুমি এই মনে, বড় ভালোবাসি, পলকে পলকে, পরানের বন্ধুরে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুুরাঞ্জলীর নতুন চার অ্যালবাম

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ