Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ত্রাসবাদ ধর্মীয় স্বাধীনতার বিরুদ্ধে মূল হুমকি : ট্রাম্প

গির্জায় রাজনৈতিক বক্তব্য রাখা যাবে না

| প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সন্ত্রাসবাদ হচ্ছে ধর্মীয় স্বাধীনতার বিরুদ্ধে মূল হুমকি। তিনি এটি বন্ধ করার জন্য তার নির্বাচনী প্রতিশ্রুতির কথা আবারও উল্লেখ করেন। ট্রাম্প বলেন, কর অব্যাহতিপ্রাপ্ত গির্জাগুলোর বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য রাখার যে রীতি রয়েছে, তা তিনি বন্ধ করবেন। এতে ধর্মীয় স্বাধীনতা অক্ষুণœ থাকবে। জাতীয় বার্ষিক প্রাতঃরাশকালীন প্রার্থনায় ট্রাম্প বলেন, সন্ত্রাসবাদকে বন্ধ করতেই হবে এবং তা বন্ধ করা হবেই। এটা হয়তো আপাতত খুব ভালো শোনাবে না, কিন্তু এটা বন্ধ করা হবে। এই জাতীয় বার্ষিক প্রাতঃরাশ প্রার্থনায় সাধারণত বিশ্বের বিভিন্ন স্থানের রাজনৈতিক ও ধর্মীয় নেতারা যোগ দিয়ে থাকেন। ট্রাম্প আরও বলেন, তার প্রশাসন এমন পদ্ধতি চালু করবে যাতে এটা নিশ্চিত করা যায়, যারা এদেশে প্রবেশ করবে তারা আমাদের ধর্মীয় এবং ব্যক্তি স্বাধীনতার মূল্যবোধকে সম্পূর্ণভাবে গ্রহণ করে এবং তারা যে কোনো ধরনের নির্যাতন ও বৈষম্যকে প্রত্যাখ্যান করেন। ১৯৫৩ সাল থেকে ফেলোশিপ ফাউন্ডেশন ওয়াশিংটনের যৌথ উদ্যোগে এর আয়োজন করে আসছে। তিন হাজারেরও বেশি লোক প্রতিবছর এতে অংশ নিয়ে থাকেন। বৃহস্পতিবার এ সভায় যৌথভাবে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রের দুজন সিনেট সদস্য রিপাবলিকান জন বুজম্যান এবং ডেমোক্র্যাট ক্রিস কুন্স। ট্রাম্প বলেন, তার প্রশাসন ১৯৫৪ সালে প্রণীত জনসন সংশোধিত আইন পুরোপুরি নিষিদ্ধ করবে। ওই আইনে গির্জায় রাজনৈতিক প্রার্থীদের নিয়োগ অনুমোদন বা বিরোধিতার বিষয় রয়েছে। ধারণা করা হচ্ছে, আইনটি বাতিলের জন্য কংগ্রেসে উত্থাপন করা হলে ডেমোক্রেটরা তো বটেই অনেক রিপাবলিকানও এতে ভেটো দেবেন, যারা রাষ্ট্র এবং গির্জাকে আলাদা করে দেখতে চান। এদিকে, রক্ষণশীল খ্রিস্টানদের গ্রুপ ধর্মীয় স্বাধীনতা রক্ষা জোটের সিনিয়র পরামর্শক এরিক স্ট্যানলি বলেছেন, গির্জা অথবা যে কোনো ধরনের অলাভজনক প্রতিষ্ঠানের কাছ থেকে যুক্তরাষ্ট্রের কর সংগ্রহের কোনো প্রয়োজন নেই। তাই তারাও জনসন সংশোধনীর বিরোধিতা করছে। এ ছাড়াও আরেক রক্ষণশীল গ্রুপ পরিবার গবেষণা পরিষদের সভাপতি টনি পারকিন্সও বলেছেন, ট্রাম্পের পরিকল্পনা অসাধারণ। তিনি ঠিক কাজটিই করছেন। পাদ্রিরা শুধু ঈশ^রের কাছেই দায়বদ্ধ থাকবেন, রাষ্ট্রের কাছে নয়। নিউইয়র্ক টাইমস।   



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ