মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : কাশ্মীরের স্বাধীনতাকামী হুররিয়াত কনফারেন্সের নেতা সৈয়দ আলি শাহ গিলানি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মুমূর্ষু অবস্থায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। বুকে প্রচ- ব্যথা অনুভূত হলে গত বুধবার গিলানিকে শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে ভর্তি করা হয়। উপত্যকার হুররিয়াত কনফারেন্সের অন্যতম প্রধান নেতা তিনি। ৮৭ বছর বয়সী গিলানির অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতালের ডাক্তাররা। প্রসঙ্গত, প্রতি বছর শীতের মৌসুমটা দিল্লিতেই কাটান তিনি, ঠা-াজনিত নানা ধরনের শারীরিক সমস্যার হাত থেকে বাঁচতে। কিন্তু এবার তিনি কাশ্মীরেই থেকে গিয়েছেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর উপত্যকাকে বারবার অশান্ত করার অভিযোগে ভারত সরকার তাকে গৃহবন্দি করে রেখেছিল। অশীতিপর এই নেতা নিজেকে ভারতীয় বলতে নারাজ। ভারত সরকারের নিপীড়ন-আগ্রাসনের বিরুদ্ধে সব সময় সরব প্রবীণ এই নেতা। স্বাধীন কাশ্মীরের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন শাহ গিলানি। কাশ্মীর মিডিয়া সার্ভিস ও কে-২৪।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।