মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টার পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অ্যাপসভিত্তিক জনপ্রিয় ক্যাব সার্ভিস উবারের প্রধান নির্বাহী ট্রাভিস কালানিক। উবার জানিয়েছে, সাধারণ মানুষের সমালোচনার হাত থেকে প্রতিষ্ঠানকে বাঁচতে তিনি ট্রাম্পের উপদেষ্টা ফোরাম থেকে পদত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওপর নিষেধাজ্ঞা আরোপে যে সব প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানের স্বাভাবিক কর্মকা- ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, উবার তার অন্যতম। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ক্ষতিগ্রস্তকর্মী বিশেষ করে বেকার হতে যাওয়া গাড়ি চালকদের সহায়তার জন্য ৩০ লাখ মার্কিন ডলারের তহবিল গঠন করছে। কেবলমাত্র নিউইয়র্কেই উবারের ৪০ হাজার চালক রয়েছেন, যাদের বেশির ভাগই অভিবাসী। ট্রাভিস কালালিক ট্রাম্পের উপদেষ্টা ফোরাম থেকে তার পদত্যাগের কথা বৃহস্পতিবার প্রতিষ্ঠানের কর্মীদের জানান। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।