Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা ট্রাম্পের

| প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরানে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের চিন্তা-ভাবনা করছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের আচরণকে অস্থিতিশীল আখ্যা দিয়ে এ ধরনের আচরণ প্রতিহত করার জন্য দেশটির ওপর চাপ প্রয়োগের পরিকল্পনা করছেন তিনি। ট্রাম্পের এ পরিকল্পনার ব্যাপারে জানাশোনা রয়েছে এমন কয়েকটি সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা খবরটি জানিয়েছে। আর তা সত্যি হলে, এটিই হবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণের পর ইরানের বিরুদ্ধে ট্রাম্পের প্রথম বাস্তব পদক্ষেপ। ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার ব্যাপারে জানাশোনা থাকা ওইসব সূত্রকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসবাদ ও গণবিধ্বংসী অস্ত্রের বিরুদ্ধে বিদ্যমান নির্বাহী আদেশের আওতায় ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হবে। নির্বাচনি প্রচারণার সময় ইরানের বিরুদ্ধে ট্রাম্প যে ধরনের ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তার চেয়ে আরও কঠোর নীতিমালা ব্যবহার করা হবে। ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলিয়ে ২০টি নিষেধাজ্ঞা দেয়া হবে। খবরে বলা হয়, ইরানকে আরও কিভাবে জবাব দেয়া যায় তাও পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এতে করে ওই অঞ্চলে উত্তেজনা বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট কি কি পদক্ষেপ নিতে পারে তা স্পষ্ট বোঝা না গেলেও নতুন মার্কিন প্রশাসন ইঙ্গিত দিয়েছে যে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন। ইরানে সামরিক হস্তক্ষেপের কথা ভাবা হচ্ছে কিনা সে ব্যাপারে কর্মকর্তারা কিছু বলেননি। যদিও পেন্টাগনের মুখপাত্র বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে সামরিক বাহিনী তার অবস্থান পরিবর্তন করেনি। ওদিকে, ইরানের প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ‘কম আক্রমণাত্মক অবস্থানের দিন এখন শেষ’ বলে আরও আগ্রাসী মনোভাবের পরিচয় দিয়েছেন ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফ্লিন। হোয়াইট হাউসের প্রথম প্রেস ব্রিফিংয়ে হাজির হয়ে সাংবাদিকদের তিনি বলেন, ২০১৫ সালে হওয়া পারমাণবিক চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের কাছে কৃতজ্ঞ না থেকে ইরান বরং এখন আরও সাহসী হয়ে উঠছে। আজ থেকে আমরা ইরানকে সরকারিভাবেই নজরদারিতে রাখছি। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর রবিবার প্রথমবারের মতো ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ইরান। মার্কিন কর্মকর্তারা দাবি করেন, তেহরান থেকে ১৪০ কিলোমিটার পূর্বে সেমনান এলাকার কাছের একটি অঞ্চলে রবিবার এ পরীক্ষা চালানো হয়। খোররামশাহ নামের এ ক্ষেপণাস্ত্র মাঝারি পাল্লার। বিস্ফোরণের পূর্বে এ ক্ষেপণাস্ত্র প্রায় ৬০০ মাইল দূরত্ব অতিক্রম করতে পারে। ইরানের পারমাণবিক চুক্তি স্বাক্ষরের পর জাতিসংঘের একটি প্রস্তাবে বলা হয়েছিল, ইরান এ ধরনের কোনও পরীক্ষা চালাবে না। জাতিসংঘের এ প্রস্তাব অনুসারে ২০১৫ সালে ২০ জুলাই থেকে পরবর্তী ৮ বছর ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে পারবে না ইরান। অবশ্য, ইরানের ওই সিদ্ধান্তের জন্য এখন পর্যন্ত ওয়াশিংটনের পক্ষ থেকে দেশটিকে পারমাণবিক চুক্তি ভঙের দায় দেওয়া হয়নি। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ