মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতের নাগাল্যান্ড রাজ্যে গত মঙ্গলবার আঞ্চলিক নির্বাচনে নারীদে জন্য শতকরা ৩৩টি সিট রিজার্ভ রাখার দাবিতে মিছিলে নেমে পড়ে উপজাতীয় একশন কাউন্সিল। সেই দিন রাজধানী কোহিমায় প্রতিবাদকারীদে প্রতিহত করতে গিয়ে কর্মপক্ষে ২ জন প্রতিবাদী যুবককে পুলিশ গুলি করে নিহত করে। এরপর রাজধানী কোহিমায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারই ফলশ্রুতিতে গত বৃহস্পতিবার নাগাল্যান্ড উপজাতীয় একশন কাউন্সিল তিনটি দাবি নিয়ে আবার উত্তেজিত জনতার মিছিল বের করে। তারা শুধু প্রতিবাদই করে না,একশন কাউন্সিল নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী টিআর জেলিয়াং এর সঙ্গে দেখা করতে তার বাসভবনের সামনে বিকাল চারটায় উপস্থিত হয়। জনতার উত্তেজন লক্ষ্য করে রাজ্য সরকার ৫ স্তরের সেনারক্ষী বাহিনী প্রতিহিংসা দমনের জন্য নিয়োগ করে এবং সারা কোহিমায় ১৪৪ ধারা জারি করে। এই কঠিন প্রতিরক্ষার মধ্য দিয়েও উপজাতীয় প্রতিবাদকারীরা রাজধানী কোহিমার নির্বাচন কমিশন অফিস, ডেপুটি কমিশনারের অফিস, মিউনিসিপ্যাল বিল্ডিং, তথ্য অফিসসহ বেশ কয়েকটি সরকারি কার্যালয়ে ভাঙচুর করে। তারা ভাঙচুর করে রেলওয়ে রিজার্ভেশন সেন্টার, কোহিমা প্রেস ক্লাবসহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ কার্যালয়ে। প্রতিবাদকারীরা নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী জেলিয়াং এর বাড়ির সামনে গত মঙ্গলবারে নিহত যুবকদের লাশ নিয়ে প্রতিবাদ করে। টাইমস অব ইন্ডিয়া, এপিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।