মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আফগানিস্তানে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী খোস্ত এলাকায় এ হামলা চালানো হয়। এতে শীর্ষস্থানীয় এক তালিবাান নেতার দুই স্বজনসহ ছয় তালিবান সমর্থক নিহত হয়েছে। স্থানীয় পুলিশের মুখপাত্র জানান, নিহত ছয়জনের মধ্যে দলছুট তালিবান নেতা মোল্লা মোহাম্মদ রাসুলের ভাতিজা এবং জামাই রয়েছেন। একটি গাড়িতে করে মোল্লা আখতার রাসুলসহ পাঁচ তালিবান সদস্য তাদের গোপন আস্তানার দিকে যাওয়ার পথে এ হামলা চালানো হয়। হামলায় গাড়িটি পুরোপুরি বিধ্বস্ত হয়। অবশ্য মোল্লা আখতার রাসুল নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এর আগে গত নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে সরিয়ে নিতে তার প্রতি আহ্বান জানায় তালিবান। ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার পর এক বিবৃতিতে ওই আহ্বান জানানো হয়। সূত্র: ডন, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।