মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে যে দেয়াল নির্মাণের নির্দেশ দিয়েছেন তা আগামী দুই বছরের মধ্যেই শেষ করা সম্ভব হবে। ফক্স নিউজকে এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নতুন হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী জন কেলি। নৌবাহিনীর অবসরপ্রাপ্ত এই জেনারেল আরো বলেন, যেখানে আগে প্রয়োজন সেখানে দেয়ালটি নির্মিত হবে। এরপর এটি পুরোপুরি সম্পন্ন করা হবে। আমি এভাবেই বিষয়টি দেখছি। তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যেই এটি শেষ করা সম্ভব বলে আমি আন্তরিকভাবে আশা করছি। ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দুই হাজার মাইল দীর্ঘ দেয়াল নির্মাণের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। অবৈধ অভিবাসী, মাদক ও অপরাধীদের প্রবেশ ঠেকাতে এ দেয়াল নির্মাণ করা হবে। ট্রাম্প বলেছেন, এই দেয়াল নির্মাণে চার থেকে ১০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে। তবে আরো ৪০০ মাইল মাইল বেড়া নির্মাণের জন্য নির্মাণ ব্যয় ১১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। তবে কেলি দেয়াল নির্মাণের তহবিলের ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, আমি মনে করি দ্রুত এর অর্থ সংগ্রহ করা হবে। কয়েক মাসের মধ্যেই নির্মাণকাজ শুরু হতে পারে বলে গত বুধবার জানান তিনি। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।