Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইক্ষু খামারে মারধরের মামলায় ২ আসামির জামিন

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের নিরাপত্তাকর্মী দবির উদ্দিনকে (৪৮) মারধরের মামলায় দুই সাঁওতালের জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম তাসকিনুল হক এ আদেশ দেন।
জামিন প্রাপ্তরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের জয়পুরপাড়া সাঁওতাল পল্লীর হোপনা মিস্ত্রির ছেলে মিকাই (৪০) ও মাদারপুর সাঁওতাল পল্লীর বার্ণার ছেলে কৃষ্ণ (৩৯)। রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী প্রসিকিউটর (এপিপি) মিজানুর রহমান জানান, ইক্ষু খামারের নিরাপত্তাকর্মী দবির উদ্দিনকে মারধরের মামলায় গত ২৬ জানুয়ারি ১২ জন সাঁওতাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এসময় বিচারক ১০ জনের জামিন মঞ্জুর এবং ওই দুজনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল বৃহস্পতিবার ওই দুই সাঁওতালের পক্ষে জামিন আবেদন করা হয়। বিচারক শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
খামারের ডেপুটি ইনচার্জ (ডিজিএম) মো. আলমগীর হোসেন জানান, ইক্ষু খামারের জমিতে সেচ কাজে ব্যবহারের জন্য বর্ডিং (পাইপ) বসানো ছিল। গত ১৪ জানুয়ারি কিছু বাঙালি ও সাঁওতালরা ওই বর্ডিংয়ের পাইপ উত্তোলন করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় খামারের নিরাপত্তাকর্মী দবির উদ্দিন বাধা দিলে তাকে বেদমভাবে মারধর করা হয়। এ ঘটনায় চিনিকল কতৃপক্ষ বাদি হয়ে ১৩ বাঙালি ও সাঁওতালকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামিন

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ