Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিক মামুনুর রশীদের বিরুদ্ধে মামলায় ডিআরইউর উদ্বেগ

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য এবং দ্য ডেইলি অবজারভারের স্টাফ করেসপনডেন্ট মামুনুর রশীদের বিরুদ্ধে ফেনীতে দায়ের করা হয়রানিমূলক মামলায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ডিআরইউ। সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী গত মঙ্গলবার এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে মামলাটি দ্রæত প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেছেন, সংবাদ পরিবেশনের কারণে ক্ষুব্ধ হয়ে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী একজন পেশাদার সাংবাদিককে মিথ্যা মামলায় জড়িয়ে যেভাবে হয়রানি করছেন তা মুক্ত ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার পরিপন্থী।
প্রসঙ্গত, স¤প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ইংরেজি দৈনিক দ্য অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেছেন সরকার দলীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। ফেনীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে করা এ মামলায় ইংরেজি দৈনিক দ্য অবজারভার পত্রিকার সাংবাদিক মামুনুর রশিদের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাংবাদিক

১৫ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ