Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবস্থা নিতে ডিসিকে ৬৮টি স্কুলের তালিকা দিল ছাত্রলীগ

চট্টগ্রামে অতিরিক্ত ফি আদায়

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : অতিরিক্ত ভর্তি ফি ও বেতন আদায় করছে এমন ৬৮টি স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে স্কুলের তালিকা হস্তান্তর করেছে মহানগর ছাত্রলীগ। ছাত্রলীগের চলমান ‘ভর্তি দূর্নীতি বিরোধী’ কার্যক্রমের অংশ হিসাবে গতকাল (বৃহস্পতিবার) বিকেলে জেলা প্রশাসক সামসুল আরেফিনের কাছে এ তালিকা হস্তান্তর করা হয়।
নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি এসময় সরকারি বিধিমালা অমান্য করে ভর্তি অনিয়ম, দুর্নীতিসহ নানা অভিযোগে জড়িত থাকার দায়ে অভিযুক্ত ৬৮টি স্কুলের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংশ্লিষ্ট সচিত্র প্রতিবেদন দাখিল করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহামিলুর রহমান উপস্থিত ছিলেন।
নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, নগরীর ৫টি এলাকায় আমরা ৫টি অভিযোগ বক্স রেখেছিলাম যাতে অভিভাবকরা তাদের সন্তানের স্কুল ভর্তির বিড়ম্বনা এড়াতে আমাদের সাহায্য নিতে পারেন। আমাদের লক্ষ্য ছিল বিদ্যানন্দিনী শেখ হাসিনার শিক্ষা সেবা সহজলভ্য করে তোলার ক্ষেত্রে বিপত্তিসমূহ সকলের সামনে উপস্থাপন করা। কোন শিক্ষা প্রতিষ্ঠান যেন শিক্ষার্থীদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় করতে না পারে সে ব্যাপারে নগরবাসীকে সতর্ক করা। সরকারি নীতিমালা অনুসরণ না করলে আমাদের তথ্য দেওয়ার অনুরোধ করেছিলাম কিন্তু অভিভাবকদের সচেতনতা নিয়ে আমাদের প্রশ্ন আজও থেকে গেলো। নগরীতে স্থাপিত অভিযোগ বাক্সের মধ্যে জমা দেয়া অভিযোগ ও বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে পাওয়া অভিযোগ গুলো আমরা খোঁজ খবর নিয়ে জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছি।
আমরা আশা করছি অনিয়মে অভিযুক্ত স্কুল সমূহকে একবিন্দু ছাড় দেয়া হবেনা। আমরা জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করে বলেছিÑ নগরীর কাজেম আলী স্কুল ও রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের মত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জমিতে ইমারত নির্মাণ ও দোকান-পাট ভাড়া দিয়ে বাণিজ্যিকায়নের দায়ে জড়িতদের এমপিও বাতিল করা হউক। নগরীর চিটাগাং গ্রামার স্কুল ও প্রেসিডেন্সী স্কুলের মত ইংলিশ মিডিয়াম স্কুল সমূহের মধ্যে নজরদারী বাড়িয়ে তাদের আর্থিক অনিয়মের শাস্তি নিশ্চিত এবং অভিযুক্ত স্কুল সমূহের পরিচালনা পরিষদ বাতিল করতে হবে।
ছাত্রলীগ যেসব স্কুলের তালিকা দিয়েছে সেগুলো হলঃ বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, কুলগাঁও উচ্চ বিদ্যালয়, মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজ, ভোলানাথ মনোরমা উচ্চ বিদ্যালয়, ওয়াইডব্লিউসিএ স্কুল, বিএন স্কুল এন্ড কলেজ, ক্যান্টমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ, সেন্ট জোসেফর্স টিউটোরিয়াল, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, সাইনিং সান স্কুল, তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা, ইউনাইটেড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, আইল্যান্ড আইডিয়াল স্কুল, চিটাগাং ইন্টারন্যাশনাল স্কুল, মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজ, ব্রাইট স্পার্ক গ্রামার স্কুল, ছায়াবিথী বিদ্যাপীঠ, মেরিট প্লাস স্কুল এন্ড কলেজ, মানারাত রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, আল নূর কেজি এন্ড হাই স্কুল, অরবিট গ্রামাবার স্কুল, চিটাগাং রয়্যাল প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজ, মেট্রোপলিটন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, মডেল এডুকেশনাল স্কুল এন্ড কলেজ, অরিয়েন্ট ইংলিশ স্কুল, ফরেস্ট হিল ইন্টারন্যাশনাল স্কুল, ফেয়ার কেয়ার কে জি এন্ড গার্লস হাই স্কুল, সিটি মডেল স্কুল এন্ড কলেজ, সানোয়ারা বালক ও নুরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, হাজী এয়াকুব আলী বালিক উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম মডেল স্কুল এন্ড কলেজ, বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, সাউথ এশিয়ান স্কুল, রিডার্স স্কুল এন্ড কলেজ, গণপূর্ত বিদ্যানিকেতন, চট্টগ্রাম বিজ্ঞান কলেজ, টেকনু চাইডার ইন্টারন্যাশনাল স্কুল, পুলিশ লাইন স্কুল, মির্জা আহমদ ইস্পাহানি স্কুল, সিডিএ পাবলিক স্কুল, চিটাগাং রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, বাকলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, চিটাগাং ক্যান্টমেন্ট পাবলিক কলেজ, মির্জা আহমদ ইস্পাহানী স্মৃতি বিদ্যালয়, পতেঙ্গা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, প্রেসিডেন্সী ইন্টারন্যাশনাল স্কুল, চিটাগাং আইডিয়াল হাই স্কুল, বিএন স্কুল এন্ড কলেজ, সাউথ পয়েন্ট স্কুল, রেডিয়েন্ট স্কুল, চট্টগ্রাম পুলিশ ইনস্টিটিউট, কদম মোবারক এম ওয়াই ই উচ্চ বিদ্যালয়, সারমন স্কুল, কাজেম আলী স্কুল, বাংলাদেশ এলিমেন্টারি স্কুল, শ্যামলী আইডিয়াল টেকনিকেল স্কুল, আয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল, রহমানিয়া স্কুল, আসমা খাতুন কলেজ, ভাটিয়ালি স্কুল, গ্লোবাল স্ট্যান্ডার্ড স্কুল এন্ড কলেজ, দারুল উলুম ইসলামী কিন্ডার গার্টেন স্কুল, ফিরোজ শাহ্ কিন্ডার গার্টেন, নতুনকুঁড়ি আইডিয়াল স্কুল, সেন্ট স্কলাটিকাস কিন্ডার গার্টেন, ইডেন স্কুল এন্ড কলেজ, নর্দান স্কুল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ