Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারসাম্যের কঠিন পরীক্ষায় মোদি-জেটলি

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতে দুষ্কর নির্বাচনী ভারসাম্যের খেলায় এখন নরেন্দ্র মোদির সরকার। অত্যন্ত কঠিন পরীক্ষার মুখে অরুণ জেটলিও। জটিল এবং বিপদসঙ্কুল এক আবর্ত, সেই আবর্তের প্রবল ঘূর্ণনের মধ্যে দাঁড়িয়েই লক্ষ্য সুনির্দিষ্ট রাখার দায় আজ অর্থমন্ত্রীর। প্রধানমন্ত্রীও সে সঙ্গে দায় গ্রস্থ। উত্তরপ্রদেশের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য এখন বিধানসভা নির্বাচনের মুখে দাঁড়িয়েছে। একই অবস্থানে আরও চার রাজ্য। নির্বাচন কমিশনের নির্দেশ ভোটমুখী পাঁচ রাজ্যের জনমতকে প্রভাবিত করার মতো কোনও ঘোষণা বাজেটে থাকতে পারবে না। বিচারবিভাগও চায় না, সরকার তেমন কিছু করুক কিন্তু রাজনৈতিক ভাবে সুরক্ষিত থাকতে এই পাঁচ রাজ্যে ভাল ফল করা ভারতের বর্তমান শাসক গোষ্ঠীর পক্ষে অত্যন্ত জরুরি। তাই যে ভাবেই হোক, নিষেধাজ্ঞার বেড়াজালকে ফাঁকি দেওয়ার পথ খুঁজে বার করতেই হবে জেটলিকে। ভারসাম্যের প্রথম খেলাটা এই পর্বে। ভারসাম্য রক্ষার দ্বিতীয় লড়াই সংস্কারের প্রশ্নে। ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি ছিল দ্রুত অর্থনৈতিক সংস্কারের পথে এগিয়ে যাওয়ার। প্রতিশ্রুতি পূরণের কোনও উল্লেখযোগ্য নিদর্শন গত আড়াই বছরে সৃষ্টি হয়নি। তাই সংস্কারমুখী বাজেট চেয়ে শিল্পমহলের তরফ থেকে হিমালয়প্রমাণ চাপ রয়েছে সরকারের উপর কিন্তু ঠিক উল্টোটা চায় সঙ্ঘ। জনপরিসরে রাজনৈতিক অস্তিত্ব সুদৃঢ় করাই সঙ্ঘের প্রধান লক্ষ্য। বাজেটের সংস্কারমুখীনতা নয়, সঙ্ঘের একমাত্র লক্ষ্য বাজেটের জনপ্রিয়তা। সে চাহিদাকেও নস্যাৎ করার জায়গায় নেই নরেন্দ্র মোদি-অরুণ জেটলির। অতএব সংস্কার চাই, জনমনোরঞ্জনও চাই। তৃতীয়ত, ভারসাম্য চাই মুদ্রা প্রত্যাহার উত্তর পরিস্থিতির মোকাবিলার প্রশ্নেও। আচমকা নোট বাতিলের পদক্ষেপ দেশকে যে আর্থিক লোকসানের সম্মুখীন করেছে, বাজেটে তার ক্ষতিপূরণ জরুরি। সত্যিই যদি ক্ষতে প্রলেপ লাগানোর ইচ্ছা থাকে, তা হলে কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হবে কিন্তু তাতে অন্য এক ক্ষতস্থান থেকে রক্তপাত বেড়ে যাওয়ার আশঙ্কা। মুদ্রা প্রত্যাহারজনিত হয়রানি সাধারণ্যে অসন্তোষের গভীর ক্ষত তৈরি করেছে। রাজকোষ ঘাটতির কথা ভাবতে গিয়ে সেই ক্ষতস্থানকে ভুলে গেলে ঘোর বিপদ। অতএব অসন্তোষের ক্ষতে প্রলেপ দেওয়ার জন্য জনসাধারণকে খুশি করার মতো কিছু ঘোষণা বাজেটে থাকা খুব জরুরি। আবার রাজকোষের ক্ষত মেরামতও অত্যন্ত প্রয়োজনীয়। পিটিআই, এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ