Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উদ্বিগ্ন বিশ্ববাসী ফুরফুরে ওবামা

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে উদ্বিগ্ন হয়ে পড়েছে বিশ্ববাসীও। ট্রাম্পের কারণে আরো কী কী ঘটবে এবং ঘটবে না তা নিয়েও চলছে জল্পনা। ঠিক এই সময়েই ফুরফুরে মেজাজে আবিষ্কার করা গেল সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে। রৌদ্রকরোজ্জ্বল দিনে স্রোতের সঙ্গে আনন্দে মেতে ওঠতে দেখা গেছে তাকে। বারাক ওবামা এখন ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে সপরিবারে ছুটি কাটাচ্ছেন। পাপারাজ্জিরা তার ছুটির বেশ কয়েকটি মুহূর্ত ক্যামেরাবন্দি করতে সক্ষম হয়েছেন। ভার্জিন আইল্যান্ডে ওবামাকে সঙ্গ দিচ্ছেন বিশ্বের প্রভাবশালী ধনকুবের ও ব্যবসায়ী রিচার্ড ব্র্যানসন। ভার্জিন গ্রুপের এই মালিক বিশ্বব্যাপী ৪০০টির বেশি কোম্পানি নিয়ন্ত্রণ করেন। সেই ৬৬ বছর বয়সী ব্র্যানসনের সঙ্গে মাথায় বেসবল টুপি, ক্যাজুয়াল পোশাকে হালকা মেজাজে সময় কাটাতে ব্যস্ত ওবামা। টেলিগ্রাফ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ