মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের উদ্দেশে হোয়াইট হাউস সাফ জানিয়ে দিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি পছন্দ না হলে চাকরি ছেড়ে দাও। ট্রাম্পের নীতির সঙ্গে দ্বিমত পোষণকারী সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে গত মঙ্গলবার থেকে ব্যবস্থা নেয়া শুরু করেছে হোয়াইট হাউস। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সহনশীল ও উদারপন্থি কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের অনুসারীদের বিভাজন সুস্পষ্ট হয়ে উঠছে। শরণার্থীদের নিষিদ্ধ করে ট্রাম্প নির্বাহী আদেশ জারি করায় তার বিরুদ্ধে সমালোচনায় যোগ দিয়েছেন বেশিরভাগ মার্কিন আমলা। এ খবর ছড়িয়ে পড়ার পর তাদের উদ্দেশে হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার বলেন, এ নিয়ে আমলাদের সমস্যা কোথায়? তাদের এ কার্যক্রমের সঙ্গে থাকা উচিত অথবা তারা চলে যেতে পারেন। শরণার্থী নিষিদ্ধ করার বিষয়ে আমলাদের বক্তব্য হলোÑ এটি আমেরিকার মূল্যবোধের বিরুদ্ধে এবং বিরূপ প্রতিক্রিয়াপূর্ণ। এ বিষয়ে স্পাইসার বলেন, কারো যদি এ বিষয়ে (প্রেসিডেন্টের নীতি) সমস্যা থাকে, তখন এটি প্রশ্ন হয়ে দাঁড়ায়, তার পদে বহাল থাকা উচিত কি উচিত নয়। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।