মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞার তোলপাড়ের মধ্যে আটলান্টার কফি শপে আসমা ইলহুনি নামের মুসলিম এক নারীকে হয়রানি ও লাঞ্ছিত করেছে শ্বেতাঙ্গ এক মার্কিনি। আসমা যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের স্নাতকের ছাত্রী এবং যুক্তরাষ্ট্রে মেক্সিকোর ডেমোক্রেট দলের প্রতিনিধি ব্রেনডা লোপেজের শিক্ষানবিশ। ক্যাফেতে ওই ব্যক্তি ছবি তুলতে গেলে আসমা তার প্রতিবাদ করেন। এ সময় শ্বেতাঙ্গ ওই ব্যক্তি অকথ্য ভাষায় গালি দিয়ে চিৎকার করে ওঠেন, তোমার গ্রিন কার্ড আছে? এ ঘটনায় ৩৯ বছর বয়সী আসমা ইলহুনি রব কোহেলার নামে ওই শ্বেতাঙ্গ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন। আসমা বলেন, জোস কফি শপে গিয়ে নিজের ল্যাপটপে বসে কাজ করছিলাম। এ সময় ওই ব্যক্তি এসে কোনো কিছু না বলেই মোবাইলে আমার ছবি তোলা শুরু করেন। তিনি জানান, মাথার মধ্যে ব্যবসায়িক বিষয় ঘোরাফেরা করায় প্রথমে আমি তা এড়িয়ে যাই। কিন্তু পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।