মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে আরো তিন হাজার নতুন বাড়ি বানানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছে ইসরাইল। গত মঙ্গলবার এক বিবৃতিতে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আবাসিক এলাকার চাহিদা মেটাতেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরবর্তী ১১ দিনে এ নিয়ে ফিলিস্তিনের অধিকৃত এলাকায় নতুন বসতি নির্মাণের তৃতীয় ঘোষণা দিলো ইসরাইল। ইসরাইলের এ ধরনের প্রকল্পের বিষয়ে পূর্ববর্তী প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে আরো বেশি নমনীয় থাকবেন বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন ট্রাম্প। এর আগে পশ্চিম তীরের আমোনা চৌকি এলাকার ৩৩০ জন বসতি স্থাপনকারীকে ৮ ফেব্রুয়ারির মধ্েয উচ্ছেদের নির্দেশ দেয় ইসরাইলি সুপ্রিম কোর্ট। এসব বসতি স্থাপনকারী ব্যক্তিগত মালিকানাধীন ফিলিস্তিনিদের ভূমিতে অবৈধভাবে বসতি নির্মাণ করেছে বলে রুল জারি করে আদালত। ওই বসতি স্থাপনকারীদের উচ্ছেদের প্রস্তুতি নেওয়ার সময় মঙ্গলবার প্রায় মধ্যরাতে নতুন বসতি নির্মাণের ঘোষণাটি আসে। ১৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠকে তারা অধিকৃত এলাকায় বসতি নির্মাণ নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন ট্রাম্পের শীর্ষ মুখপাত্র। অধিকৃত এলাকায় ইসরাইলের নতুন বসতি নির্মাণ পরিকল্পনাগুলোর বিষয়ে নীরব থেকে হোয়াইট হাউস বুঝিয়ে দিয়েছে তারা এ বিষয়ে ওবামা প্রশাসনের নীতি থেকে সরে এসেছে। ওবামার সহযোগীরা নিয়মিতভাবে ইসরাইলের বসতি নির্মাণ পরিকল্পনার সমালোচনা করতেন। এক সপ্তাহ আগে অধিকৃত পশ্চিম তীরে আড়াই হাজার নতুন বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরাইল। এর দুইদিন আগে অধিকৃত পূর্ব জেরুজালেমে ৫৬০টি নতুন বাড়ি নির্মাণের বিষয়টি অনুমোদন করেছে দেশটির কর্তৃপক্ষ। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।