মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইরানের পানিসীমায় কারো অনুপ্রবেশ বরদাশত করা হবে না ইরানের এমন হুঁশিয়ারির পরেও পারস্য উপসাগরে তিন দিনব্যাপী সামরিক মহড়া চালাচ্ছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও অস্ট্রেলিয়া। ইউনিফাইড ট্রিডেন্ট নামের এ মহড়াটি গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে। মহড়ায় ইরানের জঙ্গিবিমান, যুদ্ধজাহাজ ও উপকূলীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলা চালানোর কৌশল রপ্ত করা হবে বলে পশ্চিমা সূত্রগুলো জানিয়েছে। পার্স টুডের প্রকাশিত এক খবরে বলা হচ্ছে, চার পশ্চিমা দেশের যৌথ মহড়ায় অংশ নিচ্ছে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর রণতরী এইচএমএস ওশান ও ডেস্ট্রয়ার এইচএমএস ডেয়ারিং, মার্কিন রণতরী ইউএসএস হুপার ও ইউএসএস মাহান এবং ফ্রান্সের বিমান বিধ্বংসী ফ্রিগেট এফএস ফরবিন। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার এ যৌথ সামরিক মহড়া সম্পর্কে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি ইরানের সমুদ্রসীমাকে তার দেশের জন্য রেড লাইন বলেও অভিহিত করেন। পার্স টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।