নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : পুরো চ্যাপেল-হ্যাডলি সিরিজ থেকেই ছিটকে গেলেন ম্যাথু ওয়েড। পিঠের চোট থেকে সেরে না উঠায় সিরিজের মাঝ পথেই অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন ভারপ্রাপ্ত অধিনায়ক। মেলবোর্নে পৌঁছে ফিটনেস ফিরে পেতে কাজ করবেন ওয়েড। ভারতের বিপক্ষে টেস্টে নিজেকে প্রস্তুত করতেও কাজ করবেন উইকেটকিপার ব্যাটসম্যান। স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার না থাকায় এই সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক হন ম্যাথু ওয়েড।
উদ্বোধনী ম্যাচের আগে অনুশীলন করতে গিয়ে পিঠে চোট পেয়ে বসেন তিনি। আর সেই প্রথম ম্যাচেই ৬ রানে হারে অজিরা! তার জায়গায় নেতৃত্ব দেন অ্যারন ফিঞ্চ। ওয়েড না থাকায় সিরিজের বাকি অংশেও দায়িত্ব পালন করবেন ফিঞ্চ। পরবর্তী ম্যাচ দুটি হবে আজ এবং ৫ ফেব্রুয়ারি। ওয়েড না থাকলেও আপাতত তার বদলি কারও নাম ঘোষণা করা হয়নি। তার জায়গায় পিটার হ্যান্ডসকম্বই দায়িত্ব পালন করবেন। ম্যাথু ওয়েডের সর্বশেষ অবস্থা প্রসঙ্গে অসিদের প্রধান চিকিৎসা কর্মকর্তা জন আর্চার্ড বলেছেন, ‘যেহেতু ম্যাথু এখনও ফিট হতে পারেনি। তাই তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেখানেই তার অবস্থা পরীক্ষা করা হবে। আশা করি এই চোট থেকে সে দ্রুত সেরে উঠবে। ভারত সফরের জন্য দুবাইয়ে কন্ডিশনিং ক্যাম্পের জন্য তাকে প্রস্তুত করা হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।