Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরাপত্তার অজুহাতে আসছে না কানাডা

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : সবকিছুই চূড়ান্ত। ফিকশ্চারও হয়ে গেছে। অথচ আগামী ৪ মার্চ থেকে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড-২ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে কানাডা। তারা নিরাপত্তার অজুহাতেই আসছে না ঢাকায়। ফলে আট দলের এই টুর্নামেন্ট থেকে কমে গেল একটি। কানাডার ঢাকায় না আসার বিষয়টি বাংলাদেশ হকি ফেডারেশনকে নিশ্চিত করেছে আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ)। তারা জানায়, আট দলের এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের কারণ হিসেবে কানাডা নাকি বলেছে বাংলাদেশে নিরাপত্তার ঝুঁকি রয়েছে। আগের ফিকশ্চার অনুযায়ী টুর্নামেন্টের উদ্বোধনী দিনই স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে খেলার কথা ছিল কানাডার। ‘এ’ গ্রুপে ছিলÑ স্বাগতিক বাংলাদেশ, কানাডা, ওমান ও ফিজি। ‘বি’ গ্রুপে আছে মিসর, ঘানা, চীন ও শ্রীলঙ্কা। তবে বাংলাদেশ হকি ফেডারেশনকে এফআইএইচ জানিয়েছে, কানাডার পরিবর্তে অন্য একটি দেশকে ‘এ’ অন্তর্ভুক্ত করা হবে। কানাডার ঢাকায় না আসার ঘোষণায় কিছুটা বিপাকে পড়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। এ প্রসঙ্গে ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ বলেন, ‘গতকাল রাতেই কানাডা হকি ফেডারেশন ই-মেইল বার্তায় বিষয়টি আমাদেরকে জানিয়েছে। তবে আমরাও তাদের আশ্বস্ত করেছি নিরাপত্তার বিষয়ে। একই সঙ্গে আন্তর্জাতিক হকি ফেডারেশনকেও বিষয়টি পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছি।’ তিনি আরও বলেন, ‘কানাডাকে আমরা জানিয়েছি ঢাকার নিরাপত্তা অবস্থা স্বাভাবিক। কারণ অনূর্ধ্ব-১৮ যুব এশিয়া কাপ হকি টুর্নামেন্ট সফলভাবে শেষ হয়েছে এখানেই। নিরাপত্তা স্বাভাবিক আছে বলেই সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছে ইংল্যান্ড ক্রিকেট দল। এরও আগে ঢাকায় বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ খেলে গেছে অস্ট্রেলিয়া ফুটবল দল।’ যদিও গত বছরের আগস্টে নিরাপত্তার অজুহাতে ঢাকায় অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ খেলতে আসেনি জাপান। যদিও ওই টুর্নামেন্টে অংশ নেয়া অন্য বিদেশি দলগুলো বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করে গেছে। তবে ২০১৫ সালের অক্টোবরেই নিরাপত্তার কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট দল নির্ধারিত বাংলাদেশ সফর বাতিল করেছিল। একইভাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি তারা।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ