Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড়দের পয়েন্ট হারানোর মিছিল

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : কি দুর্দান্তভাবেই না মৌসুম শুরু করেছিলেন ইয়ুর্গুন ক্লপ। হারতে যেন ভুলেই গিয়েছিল তার দল লিভারপুল। অথচ নতুন বছরে দল নেই সেই চেনা ভূমিকায়। শেষ ৯ ম্যাচে জয় মাত্র একটি! তাও আবার এফএ কাপে দ্বিতীয় সারির একটি দলের বিপক্ষে। পরশু ঘরের মাঠে আবারো হোঁচট খেয়েছে ‘অল রেড’ খ্যাত দলটি। আনফিল্ডের দর্শকদের কাছে থেকে তাই ক্লপকেও শুনতে হল দুয়ো।
লিভারপুলের জন্য ম্যাচটি অবশ্য সহজ ছিল না। প্রতিপক্ষের ভূমিকায় যে ছিল পয়েন্ট তালিকার শীর্ষ দল চেলসি! ১-১ গোলে ড্রয়ের ম্যাচে চেলসির আক্ষেপ ডিয়েগো কস্তার পেনাল্টি মিস। তবে ম্যাচে উত্তাপের আঁচ ছড়ানো শুরু ২৪তম মিনিটে ডেভিড লুইসের অদ্ভুতুড়ে ফ্রি-কিক থেকে। প্রস্তুতি দেখে মনে হচ্ছিলÑ প্রায় ৩০ গজ দূরের শর্টটি নিতে যাচ্ছেন উইলিয়ান। কিন্তু আচমকা গোলরক্ষকের দিকে শর্টটি ধেয়ে আসে লুইসের পা থেকে। লিভারপুলের বেলজিয়ান গোলরক্ষক সিমোন মিঙ্গলেট তখন প্রস্তুত ছিলেন না।
ক্লপকে দর্শকদের দুয়ো শুনতে হয় রক্ষণাত্মক কৌশলের কারণেও। দ্বিতীয়ার্ধের কিছু সময় পরই অবশ্য জর্জিনিও উইজনালডামের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। তবে লিভারপুলকে এগিয়ে নেয়ার সহজ দুই দু’টি সুযোগ পেয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফারমিনহোÑ ফাঁকা পোস্ট পেয়েও একবার মারেন বারের উপর দিয়ে, আরেকবার খুব কাছ থেকে হেড নেন গোলরক্ষক বরাবর।
সাম্প্রতিক পরিসংখ্যান অবশ্য ব্লুদের পক্ষেই ছিল। মে ২০১২’র পর আনফিল্ড থেকে খালি হাতে ফেরেনি চেলসি। শেষ দিকে কস্তা সুযোগটা কাজে লাগাতে পারলে চওড়া হাসি নিয়েই ফিরতে পারত তারা। শেষ বাঁশি বাজার সাথে সাথে তাই হতাশা চেপে রাখতে পারননি চেলসি গুরু অ্যান্তোনিও কোন্তে। কোন্তে অবশ্য ভালোই জানতেন টানা তিন ম্যাচ হারের পর মরণ কামড়ই দিতে চাইবে লিভারপুল। ম্যাচটি যে কঠিন ছিল সেটা স্বীকারও করলেন ইতালিয়ান কোচ, ‘ম্যাচটি খুব কঠিন ছিল। দুই দলই সর্বোচ্চটুকু দিয়ে খেলেছে। আমি খুশি। যদিও গোল করা অনেকগুলো সুযোগ আমাদের ছিল।’ ম্যাচ শেষে দর্শক দুয়ো নিয়ে বললেন ক্লপ, ‘খেলার আগেই আমি বলেছিলাম এবং লোকে তা পছন্দ করেনি। এটা বিষ্ময়কর, শক্তিশালী ক্লাবের স্নায়ু ঠিক রাখতে হয়।’ জার্মান কোচ বলেন, ‘হারলেই সব শেষ হয়ে যায় না। এই দলটা অসাধারণ। আজ রাতের ফলটা আমাদের জন্য মন্দ না’   
পয়েন্ট হারিয়েছে তালিকার শীর্ষ চারের বাকি দুই দলও। তালিকার তলানির দল সান্ডারল্যান্ডের সাথে গোলশূন্য ড্র করেছে টটেনহাম। আর ঘরের মাঠে ১৩ নম্বর দল ওয়াটফের্ডের কাছে তো ২-১ গোলে হেরেই গেছে আর্সেনাল। ১৯৮৮ সালের পর এই প্রথম গানারদের বিপক্ষে জয় পেল ওয়াটফোর্ড।
নিষেধাজ্ঞার কারণে দর্শক সারীতে বসে ম্যাচ শুরু না হতেই দলকে ২-০ গোলে পিছিয়ে পড়তে দেখেন কোচ আর্সেন ওয়েঙ্গার। দশম মিনিটে প্রথম গোলটি করেন সাবেক টটেনহাম ডিফেন্ডার ইউনিস কাবুল। এর ২ মিনিট ৫৭ সেকেন্ডের মাধায় স্বাগতিকদের স্তব্ধ করে ব্যবধান দ্বিগুন করেন ট্রয় ডিনি। টানা ৫৬ ম্যাচ প্রথম ১৫ মিনিটে গোল না খাওয়া দল ১৩ মিনিটেই খেলো ২ গোল। গোলবারের নীচে পিটার চেক অমন অতিদানবীয়ভাবে দেখা না দিলে আরো বড় লজ্জা পেত আর্সেনাল। দ্বিতীয়ার্ধে অ্যালেক্স ইয়েবির গোলে অবশ্য ব্যবধান কমায় তারা। শেষ দিকে লুকাস পেরেজের দ্রুতগতির শট বার কাঁপিয়ে ফিরে আসলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ওয়েঙ্গারের শিষ্যদের।
শীর্ষ চারে থাকা দলগুলো একই সাথে পয়েন্ট হারানোয় তালিকার কোনো ওলটপালট হয়নি। সমান ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা টটেনহাম ও আর্সেনালের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে চেলসি। ৪৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে লিভারপুল। বর্তমান চ্যাম্পিয়ন লেস্টার অবশ্য এখন আলোচনার বাইরের দল। যথারীতি অবনমন অঞ্চল এড়ানোই হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে চ্যালেঞ্জ। বার্নলির কাছে ক্লাদিও রেনিয়েরির সেই দল হেরেছে ১-০ গোলে। তাদের বর্তমান অবস্থান অবনমন অঞ্চল থেকে মাত্র দুই ধাপ উপরে।
একনজরে ফল
আর্সেনাল ১-২ ওয়াটফোর্ড
বোর্নমাউথ ০-২ ক্রিস্টাল প্যালেস
বার্নলি ১-০ লেস্টার
মিডিলসব্রো ১-১ ওয়েস্ট ব্রুম
সান্ডারল্যান্ড ০-০ টটেনহাম
সোয়ানসি ২-১ সাউদাম্পটন
লিভারপুল ১-১ চেলসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ