Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বরফের দেশে স্বাগতম

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশ্বকাপ ফুটবলের পরবর্তী আয়োজক রাশিয়া। বিশ্বের সবচেয়ে জমজমাট এবং বৃহৎ আসরকে কেন্দ্র করে ইতিমধ্যেই ঘর গোছানো শুরু করেছে আয়োজক দেশটি। ফুটবলামোদীদের কাছে নিজেদের তুলে ধরতে ২০১৮ বিশ্বকাপের কাউন্টডাউন শুরু করেছে রাশিয়া। প্রযুক্তির ছোঁয়া এবং বর্ণিল আয়োজনে নিজেদের শ্রেষ্ঠত্ব জানান দেয়ার প্রস্তুতি নিচ্ছে বিশ্বের অন্যতম শক্তিশালী এ দেশটি। উৎসবমুখর পরিবেশে আয়োজক শহরগুলোতে ফুটবল সমর্থকরা একত্রিত হয়ে এ উপলক্ষটি উদযাপন করেছেন। গেলপরশু রাতে নিজনি নভগরোদ, সোচি, সেন্ট পিটার্সবার্গ ও মস্কোতে একই সাথে জাঁকজমকভাবে এ কাউন্টডাউন শুরু হয়। প্রথমবারের মতো রাশিয়ার মাটিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ১১টি শহরের ১২টি ভেন্যুতে ম্যাচ উপভোগ করবেন দর্শকরা। ইতোমধ্যেই ক্যালিনিনগ্রাড ও ইকাতেরিনবার্গ শহরে বিশেষ ঘড়িতে বিশ্বকাপ শুরুর আগে ৫০০ দিনের প্রতিটি সেকেন্ডের কাউন্টডাউন উন্মুক্ত করেছে। রাজধানী মস্কোর বিখ্যাত লুজনিকি স্টেডিয়ামে ২ হাজার কর্মী বিশেষ ঘড়ি স্থাপনে কাজ করেছেন। এখানেই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর্দা উঠবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ