Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রামীণ জনপদে ইউপি নির্বাচনের হাওয়া : দলীয় টিকেট পেতে আ.লীগে লড়াই বিএনপিতে একক

প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় (তফসিল) চূড়ান্ত হওয়ায় পর পরই চাঁদপুরের হাইমচর উপজেলার ৬টি ইউনিয়নের প্রার্থী ও ভোটারদের মাঝে নির্বাচনীয় হাওয়া বইতে শুরু করেছে। আ.লীগ থেকে চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন পাওয়ার জন্য ব্যাকুল হয়ে দৌড়ঝাঁপ শুরু করেছেন। অপরদিকে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীরা ঢিমে তালে এগুচ্ছে। আ.লীগ থেকে প্রত্যেক ইউনিয়নে একাধিক প্রার্থী হওয়ায় তাদের মধ্যে দলীয় প্রতীকে নির্বাচনীয় টিকেট পেতে চলছে তুমুল লড়াই। অপরদিকে বিএনপি থেকে ৬টি ইউনিয়নে প্রায়ই একক প্রার্থীর তালিকা চূড়ান্ত হয়েছে বলে উপজেলা বিএনপির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। আ.লীগের টিকেট পেলেই পাস করা যাবে এ বিশ্বাস রেখেই প্রায় দেড় ডজন চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বলে জানা গেছে। কেউ কেউ ফটোসেশন আর বিজ্ঞপ্তি দিয়েই তাদের নির্বাচনি প্রার্থীতা জানান দিচ্ছেন। তবে শেষ পর্যন্ত শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন তার পক্ষে কাজ করবেন বলেই প্রতিশ্রুতি দিচ্ছেন। বর্তমানে উপজেলায় আ’লীগ থেকে চেয়ারম্যান পদে প্রায় ৩ ডজন প্রার্থী রয়েছেন। আর বিএনপি থেকে আলগী উত্তর ইউনিয়নে একক এবং বাকি ইউনিয়নে একাধিক প্রার্থী রয়েছে। উভয় দলের সম্ভাব্য বেশ কয়েকজন প্রার্থীর সাথে আলাপকালে তারা জানান, দলীয় মনোনয়ন না পেলেও প্রয়োজনে স্বতন্ত্রপ্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন। সে জন্যেই দলীয় প্রতীক পেতে এলাকার নেতাকর্মীর পাশাপাশি জেলা উপজেলা কিংবা কেন্দ্রীয় পর্যায়ের হেভিওয়েট নেতাদের পেছনে দিনরাত ঘুর ঘুর করছেন। অন্য দিকে ধর্নাঢ্য প্রভাবশালী প্রার্থীরা নির্বাচনী এলাকায় গরীব অসহায় ও দুঃস্থদের মাঝে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। আ’লীগের সম্ভাব্য প্রার্থীরা ক্ষমতার দোহাই দিয়ে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। উপজেলার বিএনপি সূত্রে জানা যায় সারা দেশের মত হাইমচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় প্রতীকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে তারা কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষায় রয়েছে। গাজিপুর ইউনিয়নে আ’লীগ থেকে মো. হাবিবুর রহমান গাজি, শফিউল্লাহ মন্টু পেদা, গত নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হওয়া চেয়ারম্যান প্রার্থী শাহলম পাটওয়ারী। বিএনপি সমর্থিত বর্তমান চেয়ারম্যান মো. ইসমাইল গাজি ও মো. বাদল ঢালী। আলগী উত্তর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আ’লীগ থেকে বর্তমান চেয়ারম্যান মো. মনির হোসেন দুলাল পাটওয়ারী, মো. মাকছুদ আলম খান, শামসুল আরফিন বাবলু, আবুতালেব বাবু জমাদার, মো. মোতালেব ভূইয়া ও মো. নজরুল ইসলাম রনি। বিএনপি সমর্থিত একক প্রার্থী হিসেবে উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক। আলগী দক্ষিণ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন বিএনপি থেকে বর্তমান চেয়ারম্যান সরদার মো. আঃ জলিল মাস্টার। আ’লীগ থেকে এম এ বাশার, হুমায়ুন পটওয়ারী, শাহাউদ্দিন টিটু হাওলাদার, জি এম জাহিদ, আহমদ রাজা পাটওয়ারী। নীলকমল ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন বিএনপি থেকে বর্তমান চেয়ারম্যান হাজী ইয়াসিন রতন, আলি আহমেদ হাওলাদার। আ’লীগ থেকে সালাউদ্দিন সরদার, মো. দুলাল মাঝি, জাহাঙ্গীর সিকদার। হাইমচর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির থেকে বর্তমান চেয়ারম্যান হাজী ইসহাক খোকন, আ’লীগ থেকে মো. শাহাদাত সরকার, মো. আঃ হক মোল্লা, মো. জুলহাস সরকার। চরভৈরবী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা ভুট্টোর অসুস্থতার কারণে নির্বাচনে অংশ নেয়া অনিশ্চয়তার মধ্যে পরেছে। এ মুহূর্তে আ’লীগ থেকে মনোনয়ন চাচ্ছেন আহমদ মাস্টার, সোহেল হাওলাদার, ইলিয়াস লিটন, ইউসুফ জুবায়ের শিমুল। বিএনপি মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী জাহিদুল ইসলাম বিপ্লব বেপারী, জিতু হাওলাদার, আক্তারুজ্জামান হাওলাদার, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম হাওলাদার। সময় যত ঘনিয়ে আসছে প্রার্থীরা ভোটারদের মন জয় করার জন্য নানান রকম প্রতিশ্রুতির ফুলঝুড়ি দিচ্ছে। প্রথমবারের মত দলীয় প্রতীক নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রার্থীরা শীর্ষ নেতাদের মন যোগানোর চেষ্টায় ব্যস্ত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রামীণ জনপদে ইউপি নির্বাচনের হাওয়া : দলীয় টিকেট পেতে আ.লীগে লড়াই বিএনপিতে একক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ