Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ঝালকাঠি জেলা সংবাদদাতা : ঝালকাঠি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফজাল হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ। গত সোমবার বিকাল ৫টায় ঝালকাঠি জেলা সাংবাদিক সংস্থা মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। মোটা অঙ্কের টাকার বিনিময়ে জামায়াত-বিএনপির লোককে ঝালকাঠি পৌরসভায় আ.লীগের মনোনয়ন দেয়া হয়েছে বলে আ.লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আফজাল হোসেনের এমন বক্তব্যবে প্রতিবাদ জানিয়ে সম্মেলনে অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বলেন, জনপ্রিয়তা যাচাই করে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পৌর আ.লীগের সভাপতি ও সাবেক কাউন্সিল লিয়াকত আলী তালুকদারকে মনোনয়ন দেয়া হয়েছে। আ.লীগের মনোনয় প্রাপ্ত লিয়াকত আলী তালুকদার ও তার পরিবার কোন সময়ই বিএনপি জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না। আ.লীগের একজন নিবেদিত নেতা হিসেবে দলীয় কর্মকা-ে অবদান রাখার জন্যই দল তাকে মনোনয়ন দিয়েছে। সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, সদর থানা আ.লীগের সভাপতি আব্দুর রশিদ হাওলাদার, জেলা আ.লীগের ধর্মবিষযক সম্পাদক অধ্যক্ষ আবদুর রশিদ, জেলা আ.লীগের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম তালুদার, কেন্দ্রীয় আ.লীগের উপ কমিটির সহ সম্পাদক এসএম রুহুল আমিন রেজভী ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আল-আমিন। প্রসঙ্গত, গত সোমবার সকালে পৌরসভা চত্বরে বর্তমান মেয়র ও আ.লীগের যুগ্ম সম্পাদক আফজাল হোসেন মতবিনিময় সভায় করেন। এতে তিনি পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত লিয়াকত আলী তালুকদার ও জেলা আ.লীগ সম্পর্কে আপত্তিকর বক্তব্য রাখেন।
এক বিদ্রোহীসহ মেয়র পদে ৩ জনের মনোনয়নপত্র দাখিল
ঝালকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ.লীগের এক বিদ্রোহীসহ ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। গত সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যায়ক্রমে তারা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। সকাল ১১টায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন আ.লীগ মনোনীত মেয়র প্রার্থী লিয়াকত আলী তালুকদার। এর কিছুক্ষণ পরেই বিএনপি মনোনীত মেয়র প্রার্থী বাবু অনাদী দাস, নেতা-কর্মীদের নিয়ে তার মনোনয়নপত্র জমা দেন। দুপুর ৩টায় আ.লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আফজাল হোসেন কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। দ্বিতীয় ধাপে আগামী ২০ মার্চ প্রথম শ্রেনীর এ পৌরসভার নির্বাচনের দিন ধার্য করেন নির্বাচন কমিশন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ