Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্যালট ছিনতাইয়ের অভিযোগ

প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আ.লীগের ইউনিয়ান পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থীর মধ্যে বাছাই ভোটের ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে আরেক প্রার্থী আব্দুল বারীর বিরুদ্বে অভিযোগটি ওই দিনেই জেলা আ.লীগ ও প্রেসক্লাবসহ বিভিন্ন জায়গায় প্রেরণ করেন ৮নং নন্দুয়ার আ.লীগের সভাপতি চেয়ারম্যান আবু সুলতান। ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে উপজেলার ৮টি ইউনিয়নে বাংলাদেশ আ.লীগের প্রার্থী বাছাই প্রক্রিয়া চলছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার সন্ধ্যায় বলদানি (বলিদ্বারা) প্রাথমিক বিদ্যালয নন্দুয়ার ইউপির প্রার্থী নির্ধারণ সভায় আয়োজন করেন ইউপি আ.লীগ। এতে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি সইদুল হক, ভারপ্রাপ্ত সম্পাদক তাজউদ্দীনসহ নেতৃবৃন্দ। একাধিক প্রার্থী চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী থাকা সমাঝোতা না হওয়ায় উপজেলা আ.লীগের নেতৃবৃন্দ ৮নং নন্দুয়ার ইউনিয়নের ৬৫ সদস্যবিশিষ্ট কমিটির সদস্য ভোটার করে। মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান নন্দুয়ার ইউপির আ.লীগ সভাপতি আবু সুলতান, যুবলীগ বারী, আ.লীগ নেতা দ্বীজেন্দ্রনাথ, বাবর আলী মোট ৪ জন প্রার্থী মধ্যে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেই। তারই উল্লেখ্য রয়েছে নিশ্চিত পরাজিত জেনে মনোনয়ন প্রত্যাশী আব্দুল বারী ভোট শেষে গণনার সময় পৃর্ব পরিকল্পিত আচমকা টেবিলের উপরে রাখা ব্যালট পেপারগুলো থাবা দিয়ে ধরে ছিঁড়ে টুকরো করে তাৎক্ষণিকভাবে স্কুলে চেয়ারটেবিল ভাঙচুর করে থমথমে অবস্থা সৃষ্টি করে। একপর্যায়ে নিজেকে চেয়ারম্যান আ.লীগের ব্যালট ভোটে বিজয় প্রার্থী হিসাবে ঘোষণা করে। ভুক্তভোগী মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান আবু সুলতান এই ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বলেন, দীঘদিন এই ইউপিতে আ.লীগের নেৃতৃত্ব দিচ্ছি আমি কখনোই হারবো না এটি সমন্ত ষড়যন্ত্র। তিনি বিষয়টির সঠিক সুরাহার জন্য জেলা আ.লীগ ও কেন্দ্রীয় আ.লীগের কাছে আবেদন জানিয়েছেন বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যালট ছিনতাইয়ের অভিযোগ

২৪ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ