Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরদীতে মতবিনিময় সভা

প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা : ঈশ্বরদীতে আওয়ামী লীগ দলীয় সম্ভাব্য এক চেয়ারম্যান প্রার্থীর আনুষ্ঠানিক মতবিনিময সভা গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। পাকশী ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি ও আসন্ন ইউপি নির্বাচনে আ.লীগের দলীয় চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী এনামুল হক এনাম বিশ্বাস তার রূপপুর গ্রামের নিজ বাড়িতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে আনুষ্ঠানিকভাবে এ মতবিনিময় সভার আয়োজন করেন। তিনি বলেন, আ.লীগ যদি তাকে মনোনয়ন দেয় তবে পাকশী ইউনিয়নে নৌকার বিজয় সুনিশ্চিত। তিনি বলেন, দীর্ঘ ৪৫ বছর ধরে আ.লীগের রাজনীতিতে সক্রিয় আছি, কখনো দলের দুঃসময়ে পিছু হটে যাইনি। পাকশী ইউনিয়ন পরিষদের পরপর ৪ বার নির্বাচিত (১৯৮৪-২০০১) সাবেক এই ইউপি সদস্য বলেন, আসন্ন নির্বাচনে আমার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তার সঠিক মূল্যায়নের জন্য তিনি দলের কা-ারি ভূমিমন্ত্রী ও পাবনা জেলা আ.লীগের সভাপতি আলহাজ শামসুর রহমান শরীফ এমপি, ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা আ’ লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু, ১নং যুগ্ম সম্পাদক মাহজেবিন শিরিন পিয়াসহ সকল নেতাকর্মীদের সুদৃষ্টি কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈশ্বরদীতে মতবিনিময় সভা

২৪ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ