রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা : ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে ইয়াকুব আলী পড়াশুনা শেষ করে কৃষি কাজে জড়িয়ে পড়ে। ইয়াকুব কৃষি খামারের পাশাপাশি পুকুরে মৎস্য চাষও শুরু করে। এবার তিনি তার খামারে হাইব্রিড জাতের টমেটো লাগিয়ে ভাল ফলন পেয়েছে। ইয়াকুব কৃষি খামারের স্বত্বাধিকারী মো. ইয়াকুব আলী বলেন, দুইবার হঠাৎ করে বৃষ্টি হওয়াতে মাঠের টমেটো নষ্ট হয়ে ঈশ্বরদীর অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি অফিসের পরামর্শে আমি আমার টমেটো গাছ জাংলায় দেয়াতে বৃষ্টি থেকে রক্ষা পেয়েছি। টমেটো গাছের চারিদিকে মাটি খুরে জৈব সার প্রয়োগ করায় ফলনও হয়েছে বেশ ভালো। মাত্র এক বিঘা ৫ কাঠা জমিতে হাইব্রিড জাতের টমেটো লাগিয়ে অন্য কৃষকদের চাইতে ফলন হয়েছে বেশ ভালো।
এতে খরচ হয়ে প্রায় ৪০ হাজার টাকা। এই জমি থেকে ২০৩ মণ টমেটো উত্তোলন করে লক্ষাধিক টাকার উপরে বিক্রি করেছি। ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. হাসানুল কবীর কামালী বলেন, সরেজমিনে দেখা গেছে, ইয়াকুবের খামারে প্রচুর পরিমাণে টমেটো ধরে আছে। দেশি টমেটোর চাইতে হাইব্রিড টমোটো তুলনামূলক পচনশীল অনেক কম। ঈশ্বরদী উপজেলায় সব চাইতে ভালো টমেটো হয়েছে ইয়াকুবের খামারে। এক বিঘা ৫ কাঠা জমি থেকে তিনি ইতোমধ্যে ২০৩ মণ টমেটো বিক্রি করেছেন। এতে তিনি আর্থিকভাবে লাভবান হয়েছেন। ইয়াকুব মাছ চাষের পাশপাশি কৃষি অফিসের পরামর্শ নিয়ে সকল প্রকার সবজি চাষ করেন থাকেন। কৃষক ইয়াকুবের খামারে এখনো প্রচুর পরিমাণে টমেটো ধরে আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।