Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তীব্র মন্দা কাটাতে কর বসতে যাচ্ছে সউদী আরবে

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সউদী আরববাসীদেরও এবার গুনতে হবে কর। আইএমএফ (ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড)-এর ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট খুব শিগগিরই চাপছে মধ্যপ্রাচ্যে। আকস্মিক এই অর্থসঙ্কটের মূল কারণ তেলের বাজারে ব্যাপক মন্দা। আসলে সউদী আরবের জনগণকে করের বোঝা বইতে হয়নি দীর্ঘ কয়েক দশক। বিশ্ববাজারে তেল বিক্রি করেই এই দেশ এতটাই ধনী যে, সউদীর বাসিন্দারা এতদিন প্রচুর ভর্তুকি উপভোগ করেছেন। কিন্তু ধনী সাম্রাজ্যের এই রীতির পরিবর্তন শুরু হয় ২০১৪ সালে। তেলের আন্তর্জাতিক বাজারে মন্দার জেরে আয় কমতে শুরু করে। ফলে তেল ছেড়ে অন্য ক্ষেত্র থেকে আয়ের পথ বাছতে শুরু করে সউদী সরকার। প্রসঙ্গত, আরব দুনিয়ায় সউদী আরবের অর্থনীতিই বৃহত্তম। ইতোমধ্যেই মন্দার জেরে সউদী আরবে একাধিক আবাসন প্রকল্প থমকে গেছে। মন্ত্রীদের বেতনে কোপ পড়েছে। সরকারি কর্মীদের বেতনও অনিয়মিত। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ