মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জার্মানির দক্ষিণাঞ্চলীয় বাভারিয়ান রাজ্যের আর্নস্টেইন শহরের একটি বাগানের চালাঘর থেকে ছয় তরুণ-তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ছেলেমেয়েদের খুঁজতে বের হওয়া এক বাবার কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছয়জনের লাশ উদ্ধার করে। উদ্ধার করা লাশের মধ্যে ওই ব্যক্তির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, বাগান থেকে তরুণ-তরুণীদের লাশ উদ্ধার করা হয়েছে, যাদের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। প্রথম দিকে পুলিশ জানিয়েছিল, লক্ষণ দেখে মনে হচ্ছে, যেকোনো অজানা দ্রব্য অতিরিক্ত পরিমাণে গ্রহণ করেছিলেন তারা। কিন্তু পরে জানায়, কার্বন মনো-অক্সাইডের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। চালাঘরের মধ্যে কাঠ দিয়ে রান্নার একটি চুলা পেয়েছে পুলিশ। রোববার সন্ধ্যায় সেটি ব্যবহার করা হয়েছিল। এই চুলার সঙ্গে ওই ছয়জনের মৃত্যুর কোনো যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ছয় তরুণ-তরুণীর মৃত্যুর কারণ নিশ্চিত না হলেও পুলিশ বলছে, তাদের মৃত্যুর জন্য অপরাধমূলক কোনো কর্মকা-ের চিহ্ন পায়নি তারা। ডয়চে ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।