মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : নিউজিল্যান্ডে ২৩ সেপ্টেম্বর নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। অর্থনীতি গতিশীল ও সরকারকে স্থিতিশীল করার লক্ষ্যে এই নির্বাচন প্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে। গতকাল বুধবার প্রধানমন্ত্রী বিল ইংলিশ একথা জানান। নির্বাচনে প্রধানমন্ত্রী ইংলিশ বিলের রক্ষণশীল ন্যাশনাল পাটির নেতৃত্বাধীন জোট চতুর্থবারের মতো দেশটির সরকার গঠনের আশা করছে। জন কি’র পদত্যাগের পর ডিসেম্বর মাসে ইংলিশ দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। নির্বাচনী প্রচারণায় কোন বিষয়টিকে গুরুত্ব দেবেন এমন প্রশ্নের জবাবে ইংলিশ ‘অর্থনৈতিক প্রবৃদ্ধির’ কথা জানান। তিনি বলেন, নির্বাচিত হতে পারলে বছরে প্রায় ৩.৫ শতাংশ অর্থনীতি প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ শুরু করবেন। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।