Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোট বাতিলের বিরূপ প্রভাবের কথা স্বীকার করল ভারত

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : গত বছর শেষ দিকে রুপির সবচেয়ে বড় দুইটি নোট অচল ঘোষণার ‘বিরূপ প্রভাব’ দেশের অর্থনীতিতে পড়েছে বলে স্বীকার করেছে ভারত সরকার। সরকারের পক্ষ থেকে চালানো এক অর্থনৈতিক সমীক্ষায় দেখা গেছে, নোট বাতিল করার কারণে ভারতে উন্নয়নের গতি (জিডিপি) ধীর হয়ে গেছে। সমীক্ষার প্রতিবেদনে ২০১৭ সালের মার্চ পর্যন্ত ভারতে জিডিপি ৬ দশমিক ৫ শতাংশ হবে বলে অনুমান করা হয়েছে। যেখানে আগের অর্থবছরে জিডিপি ছিল ৭ দশমিক ৬ শতাংশ। ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রামানিয়াম সমীক্ষা প্রতিবেদনে বলেন, “জিডিপিতে যে নেতিবাচক প্রভাব পড়েছে তা পরিবর্তনশীল।” “নোট পরিবর্তনের কারণে চাহিদা কমে যাওয়ায় অর্থনৈতিক উন্নয়নের গতিও কমে গেছে এবং অনিশ্চয়তা বেড়েছে।” নোট বাতিলের নেতিবাচক প্রভাবে কাজের সুযোগ কমে যাওয়ার পাশাপাশি কৃষকদের আয়ও কমে গেছে বলে জানান তিনি। তবে এই উদ্যোগের কারণে যদি দুর্নীতি কমে যায় এবং নগদ লেনদেন হ্রাস পায় তাহলে দীর্ঘমেয়াদে এটি লাভজনক হবে। দুর্নীতি দমন এবং কালোটাকার বিরুদ্ধে যুদ্ধ হিসেবে গত বছর ৮ নভেম্বর হঠাৎ করেই ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার প্রভাবে প্রথম কয়েক সপ্তাহ দেশটির দৈনন্দিন জীবন-যাপন ব্যবস্থা ভেঙে পড়ে। ব্যক্তি এবং বাণিজ্য উভয় ক্ষেত্রেই যার প্রচ- প্রভাব ছিল। ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি বুধবার রাজধানী দিল্লিতে ইউনিয়ন বাজেট ঘোষণা করবেন। নগদ অর্থের সরবরাহ স্বাভাবিক হয়ে যাওয়া পর মার্চ থেকে অর্থনৈতিক অগ্রগতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ