Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা বিল পেশ

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এ গতকাল এইচ-১বি ভিসা নিয়ে নতুন বিল পেশ করল ট্রাম্প প্রশাসন। এই নয়া নীতির মূল বক্তব্য, এইচ-১বি ভিসায় যারা আমেরিকায় কাজ করতে আসবেন তাদের ন্যূনতম বেতন বছরে ১ লাখ ৩০ হাজার ডলারের কম হলে চলবে না। এই নতুন বিল যদি আইনে রূপান্তরিত হয়, তাহলে যেসব আমেরিকান সংস্থা এইচ-১বি ভিসায় বিদেশ থেকে কর্মী নিয়ে আসে, তাদের পক্ষে এত বেতন দিয়ে কর্মী আমদানি করা বেশ কঠিন হয়ে পড়বে। এই আইন পাশ হলে বড় ধাক্কা খেতে চলেছেন আইটি পেশার সঙ্গে যুক্তরাও। হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এ এই আইন পেশ করার খবরেই টালমাটাল বিএসই-র আইটি ইনডেক্স এক ধাক্কায় ৪ শতাংশ নিচে নেমে গিয়েছে ইনডেক্স। হাই-স্কিলড ইন্টিগ্রিটি অ্যান্ড ফেয়ারনেস অ্যাক্ট ২০১৭ পেশ করার সময়ে জো লফগ্রেন জানিয়েছেন, ‘এই আইন সেইসব সংস্থাকে অগ্রাধিকার দেবে যারা বেশি বেতন দিতে সম্মত হবে। এর ফলে আমেরিকার বিভিন্ন সংস্থা একদিকে যেমন প্রতিভাবান কর্মী আউটসোর্স করতে পারবে তেমনই অন্যদিকে তারা আমেরিকানদের কাজ পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করতে পারবে না, শুধুমাত্র কম বেতনে বিদেশ থেকে কর্মী আমদানি করা যাচ্ছে বলে’। একই সঙ্গে এই অ্যাক্টে বলা হয়েছে, বাতিল করা হবে ‘লয়েস্ট পে’ ক্যাটিগরি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ