মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইউরোপীয়ান কাউন্সিলের সভাপতি ডোনাল্ড টাস্ক মন্তব্য করেছেন যে, ইউরোপের জন্য রাশিয়া, চীন ও জঙ্গিবাদের মতোই হুমকিতে পরিণত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন। মার্কিন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। মাল্টায় ইউরোপীয় ইউনিয়নের আসন্ন বৈঠকের আগে সদস্য দেশগুলো নেতাদের এক চিঠি পাঠিয়েছেন টাস্ক। চিঠিতে তিনি তিন মহাদেশীয় শক্তির প্রভাব ঠেকাতে সদস্য দেশগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পর মাল্টায় অনুষ্ঠিতব্য বৈঠকে সংস্থাটির গুরুত্বপূর্ণ গতিপথ নির্ধারিত হতে পারে। পোল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানের ইউরোপীয় কাউন্সিলের সভাপতি ডোনাল্ড টাস্ক চিঠিতে লিখেছেন, ট্রাম্পের যুক্তরাষ্ট্রকে রক্ষার নীতি ইউরোপীয় ইউনিয়নকে একটি সুযোগ এনে দিয়েছে। মুক্ত বাণিজ্য প্রতিষ্ঠার জন্য এখন আরও বেশি মনোযোগ দিতে হবে। চিঠিতে টাস্ক উল্লেখ করেন, গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে বড় হুমকির মধ্যে রয়েছে ইউরোপ। চীনের জেদ, প্রতিবেশীদের প্রতি রাশিয়ার আক্রমণাত্মক নীতি, ইসলামী জঙ্গিবাদ গুরুত্বপূর্ণ বহিঃস্থ হুমকি বলেও চিঠিতে লিখেছেন তিনি। এনবিসি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।