Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ থেকে শুরু বইপ্রেমীদের উৎসব

অমর একুশে বইমেলা-২০১৭

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

এহসান আব্দুল্লাহ : আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। বইমেলা চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশের গ্রন্থমেলা ২০১৬ উদ্বোধন করবেন। বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই মেলার আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানেই দেয়া হবে বাংলা একাডেমি সাহিত্যপুরস্কার ২০১৬। একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে বিদেশি অতিথি থাকবেন ব্রিটিশ কবি ও জীবনানন্দ অনুবাদক জো উইন্টার, চেক প্রজাতন্ত্রের লেখক গবেষক রিবেক মার্টিন, আন্তর্জাতিক প্রকাশনা সমিতির (আইপিএ) সভাপতি ও সাধারণ
সম্পাদক রিচার্ড ডেনিস পল শার্কিন এবং জোসেফ ফেলিক্স বুরঘিনো প্রমুখ।
প্রতিবছরের মতো এবারো লেখক, পাঠক, প্রকাশক আর বইপ্রেমীদের পদচারণায় মুখরিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ। ফেব্রুয়ারি মাসজুড়ে ছুটি ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে মেলা। এ ছাড়া এবার মেলার পরিসর বাড়ার পাশাপাশি বাড়ছে স্টলের সংখ্যাও। সাজ-সজ্জায় আগের চেয়ে আরো বৈচিত্র ও নতুনত্ব খুঁজে পাবেন বইপ্রেমীরা। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, গত বছর আড়াই লাখ বর্গফুটের সামান্য কিছু বেশি আয়তনের মেলা অনুষ্ঠিত হয়েছিল। এই বছরে চার লাখ ৭৮ হাজার বর্গফুটের পরিসরে মেলা আয়োজন করা হয়েছে। তিনি বলেন, পরিসর বাড়ার পাশাপাশি মেলার সাজ-সজ্জার পরিবর্তন আনা হয়েছে এবার। গত কয়েক বছর ধরে বাংলা একাডেমি প্রাঙ্গণে শিশুকর্নার থাকলেও এবার তা মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশ নিয়ে যাওয়া হয়েছে।
গত বছর ৩৫১টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছিল মেলায়, তবে এবার চারশ’ প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে একাডেমি প্রাঙ্গণে ৮০টি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩২৯টি প্রকাশনা প্রতিষ্ঠানকে এবং বাংলা একাডেমিসহ ১৪টি প্রকাশনা প্রতিষ্ঠানের থাকছে ১৫টি প্যাভিলিয়ন। এ ছাড়াও ৯২টি লিটল ম্যাগাজিনকে স্টল বরাদ্দ দেয়া হয়েছে। এবার একাডেমির নজরুল মঞ্চের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানেও নতুন বইয়ের মোড়কউন্মোচন অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। নতুন সংযোজন হিসেবে এবার একাডেমি প্রাঙ্গণে একটি বিশেষ স্টল থাকবে প্রতিদিন প্রকাশিত নতুন বইয়ের কপি ও তা কোথায় পাওয়া যাবে সে তথ্য নিয়ে, পাশাপাশি টিএসসির প্রবেশমুখে ও দোয়েল চত্বরের প্রবেশ মুখে এলইডি মনিটরের মাধ্যমে বইমেলার তথ্য তুলে ধরা হবে আগত বইপ্রেমীদের সুবিধার্থে। মেলার দুই অংশেই ওয়াই-ফাই সুবিধা থাকবে বলে জানানো হয়েছে। বইমেলায় বাংলা একাডেমি প্রকাশিত বই ৩০ শতাংশ কমিশনে এবং মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করার নির্দেশনা দিয়েছেন আয়োজক কমিটির সদস্যসচিব জালাল আহমেদ।
তিনি আরো জানান, অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশকে ১৫টি গুচ্ছে সজ্জিত করা হয়েছে। চত্বরগুলো নামাঙ্কিত থাকবে ভাষা শহীদ আবুল বরকত, আবদুস সালাম, শফিউর রহমান, রফিকউদ্দিন আহমদ, আবদুল জব্বার, শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, আলতাফ মাহমুদ, সিরাজুদ্দীন হোসেন, ডা. আলীম চৌধুরী, সেলিনা পারভীন, শিশুসাহিত্যিক সাজেদুল করিম, হাবীবুর রহমান, ফয়েজ আহমদ এবং রোকনুজ্জামান খান দাদা ভাইয়ের নামে।
বইমেলায় এবার প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে স্টল গুলোতে টিনের ছাদ দেয়া হয়েছে এবং স্টলগুলোর জন্য ঝুঁকি বীমার ও ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া এবার একাডেমি প্রাঙ্গণের পাশাপাশি সোহরোওয়ার্দী উদ্যানেও থাকবে বাংলাদেশ পর্যটন করপোরেশনের খাবারের স্টল। শিশুকর্নারে এবার ব্রেস্ট ফিডিং কর্নারও চালু করা হয়েছে দুগ্ধপোষ্য শিশুদের কথা মাথায় রেখে।
এদিকে, নিরাপত্তার বিষয় নিয়ে সাধারণ মানুষদের আশ্বস্ত করেছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি জানান, অপ্রীতিকর ঘটনার মোকাবেলায় গতবারের মতো এবারও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। র‌্যাব-পুলিশ-ডিবির সমন্বয়ে মেলায় শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিশেষ করে লেখক ও প্রকাশকরা যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তাদের জন্য আলাদা নিরাপত্তার ব্যবস্থা থাকবে, যতক্ষণ পর্যন্ত তারা চাইবেন। নিরাপত্তার বিষয়ে বইমেলার সদস্য সচিব জালাল আহমেদ বলেন, এবারে পুলিশে প্রায় দুই হাজার সদস্য সার্বক্ষণিক নিরাপত্তায় থাকবেন পাশাপাশি র‌্যাব ও সাদা পোষাকে অতিরিক্ত পুলিশও থাকবে। টিএসসি হয়ে দোয়েল চত্বর পর্যন্ত প্রায় শতাধিক সিসি ক্যামেরা থাকবে ও পুলিশের দুইটি কন্ট্রোল রুম থেকে তা সার্বক্ষণিক নজরদারি করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজ

৭ মার্চ, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২৩
৪ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ