Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অস্ট্রিয়ায় নিকাব বোরকা নিষিদ্ধের পরিকল্পনা

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অস্ট্রিয়া স্কুল ও অন্যান্য পাবলিক প্লেসে মুসলিম নারীদের ধর্মীয় পোশাক নিকাব ও বোরকা নিষিদ্ধের পরিকল্পনা করছে। কিছু কিছু মুসলিম নারী ধর্মীয় রীতি অনুযায়ী আপাদমস্তক আবৃত বোরকা পরিধান করে থাকেন। এই নিষেধাজ্ঞা নিকাব ও বোরকার ক্ষেত্রে প্রযোজ্য হবে। কট্টর ডানপন্থী ফ্রিডম পার্টির উত্থান ঠেকাতে দেশটির ক্ষতাসীন জোট সরকার তাদের একটি সংস্কার প্যাকেজের আওতায় এ পরিকল্পনা করেছে। জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল জার্মানির যেসব স্থানে বোরকা নিষিদ্ধে আইনগত কোন বাধা নেই, সেসব স্থানে বোরকা নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন। চুক্তিতে বলা হয়, আমরা মুক্ত সমাজ ব্যবস্থায় বিশ^াস করি। যে সমাজ ব্যবস্থা একটি মুক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। তাই জনারণ্য পরিবেশে আমরা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি এবং আমরা আশা করছি, এটি আর অনুমতি পাবে না। দেশটির জোট সরকার নীতিগত ও ধর্মীয়ভাবে নিরপেক্ষ থাকতে পুলিশ কর্মকর্ত, বিচারক, ম্যাজিস্ট্রেট ও উকিলদের স্কার্ফ পড়ার ওপরও নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছে। প্রথম ইউরোপীয় দেশ হিসেবে পাবলিক প্লেসে নিকাব ও বোরকা নিষিদ্ধ করে ৬ বছরেরও বেশি সময় আগে ফরাসি সংসদ একটি আইন পাশ করে। বেলজিয়াম ও সুইজারল্যান্ডের কিছু কিছু স্থানে ফ্রান্সের মতো ব্যবস্থা নেয়া হয়েছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ