মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টটিকে বন্ধুদের কাছে জনপ্রিয় করে তুলতে কত জন কত কিছুই না করেন। তবে এদিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক স্কুল শিক্ষিকা খোদ প্রেসিডেন্টকে নিয়ে মজা করতে গিয়ে এখন বেশ ঝামেলায় পড়েছেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান সম্প্রচারের সময় স্কুল রুমের বড় স্ক্রিনের সামনে দাঁড়িয়ে ট্রাম্পের ছবির সামনে অস্ত্র তুলে গুলি করার অভিনয় করছিলেন পায়েল মোদী নামের ঐ স্কুল শিক্ষিকা। ওয়াটার গান নিয়ে ট্রাম্পকে গুলি করার অভিনয়ের সময় বলছিলেন মরো। ক্লাসরুমে ধারণ করা মাত্র আট সেকেন্ডের ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে তুলে দেন পায়েল। মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি। কয়েক হাজার বার শেয়ারও হয়ে যায়। বন্ধুদের আনন্দ দিতে এমন স্পর্শকাতর ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে প্রাথমিকভাবে বেশ বাহবা পেলেও এর জন্য চড়া মূল্য দিতে হয়েছে পায়েলকে। ইতোমধ্যে স্কুলের চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। নিজের কাজের ভয়াবহতা বুঝতে পেরে দ্রুত ইনস্টাগ্রাম এবং ইউটিউব থেকে ভিডিওটি অপসারণ করলেও আইনি ঝামেলা আপাতত তার পিছু ছাড়ছে না। মিরর।
পাকিস্তানে জামায়াত উদ দাওয়ার প্রধান হাফিজ সাঈদ গৃহবন্দি
ইনকিলাব ডেস্ক : ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন হিসেবে জামায়াত উদ দাওয়ার প্রধান হাফিজ সাঈদকে গত সোমবার দিবাগত রাতে পাকিস্তানের লাহোরে গৃহবন্দি করা হয়েছে। পাকিস্তানের ওপর ট্রাম্প প্রশাসনের ক্রমশ বাড়তে থাকা চাপে সন্ত্রাসবিরোধী আইনে হাফিজ সাঈদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয় বলে খবরে বলা হয়েছে। হাফিজ সাঈদ পাকিস্তানের রাজনৈতিক সংগঠন জামায়াত উদ দাওয়ার প্রধান। হাফিজ সাঈদের সঙ্গে আরও চারজনকেও বন্দি করা হয়। পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে খবরে জানানো হয়, পাকিস্তানের কট্টরপন্থী সংগঠন লস্কর-ই-তাইয়েবার (এলইটি) সহযোগী প্রতিষ্ঠাতা সাঈদের বাসভবনকে সাবজেল ঘোষণা করা হয়েছে। সাঈদের বিরুদ্ধে ভারতের অভিযোগ, তিনিই ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাই হামলার মূল ষড়যন্ত্রকারী। টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।