Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা আলোচনায় জাতিসংঘে জরুরি বৈঠক

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরানের মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গতকাল মঙ্গলবার জরুরি বৈঠকে বসে বলে কূটনীতিকরা জানিয়েছেন। ইসরাইলের রাষ্ট্রদূত নিরাপত্তা পরিষদের পদক্ষেপ গ্রহণে জাতিসংঘের প্রতি আহ্বান জানানোর পর যুক্তরাষ্ট্র এ ব্যাপারে জরুরি আলোচনার অনুরোধ জানিয়েছে। মার্কিন মিশনের এক বিবৃতিতে বলা হয়, ২৯ জানুয়ারি ইরান মাঝারি পাল্লার একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা পরিষদে জরুরি আলোচনার অনুরোধ জানানো হয়। গ্রীনিচ মান সময় সকাল ১০টায় সিরিয়া বিষয়ে নির্ধারিত আলোচনার পর ইরান বিষয়ে আলোচনা হবে। ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ডানন বলেন, এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘ প্রস্তাবের সরাসরি লঙ্ঘন। কারণ, জাতিসংঘ প্রস্তাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো থেকে ইরানকে বিরত থাকার কথা বলা হয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ